অসচেতন মানুষগুলোই অসচেতন থেকে যায়

বাহার রায়হান
Published : 16 Dec 2015, 07:53 PM
Updated : 16 Dec 2015, 07:53 PM

উনুন্নত অথবা উন্নয়নশীল দেশগুলোতে এনজিওরা ভিড় জমায়, তদ্রুপ আমাদের দেশ একটি উন্নয়নশীল দেশ বলে এখানে বিপুল সংখ্যক এনজিও দেখা যায়। এনজিওরা কাজ করে সাধারণত দরিদ্র, শিশু, বাল্য বিবাহ, সচেতনমূলক ইত্যাদি কাজ নিয়ে। অসেচতন মানুষগুলোই অসচেতন থেকে যায়। কিছু এনজিও আছে যারা জনগণকে টাকা দিয়ে সাহায্য করে থাকে কিন্তু তাতে তাদের কোন সাহায্য হয় না বরং তারা পরনির্ভরশীল হয়ে পড়ে।

আমার গ্রামের কথা বলি
SARPV এনজিও, যারা প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে। সম্প্রতি বন্যা কবলিত এলাকায় প্রতি ওয়ার্ডে ৭০ টা ঘরকে ৩ কিস্তি করে ৯০০০=/ টাকা করে দিয়েছে। যে বাড়িগুলো টাকা পেয়েছে তাদের কর্তা (যিনি আয় করেন) কোন কাজে যায় না এখন। এনজিওটির শর্ত ছিল, ক্ষতিগ্রস্ত বাড়ি হতে হবে এবং টাকা পাওয়ার পর ঐ বাড়িটি মেরামত করতে হবে। মজার বিষয় যারা টাকা পেয়েছে তাদের ৯০% বাড়ি ভাঙ্গা না এবং বিল্ডিং।

এই রকম এনজিওর কারনে আমাদের  দেশ ৩ ধাপ পিছিয়ে যাচ্ছে
এনজিওগুলোর উচিত তারা সরাসরি টাকা না দিয়ে অন্য কোন উন্নয়নমূলক কাজ করলে ভাল হত আমার মনে হয়।

ছাত্র-মানবিক
চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ