দেশটা বিলীন হয়ে যাচ্ছে নিরবে

বাহার রায়হান
Published : 24 Jan 2016, 08:37 PM
Updated : 24 Jan 2016, 08:37 PM

আমার সোনার দেশটা বিলীন হয়ে যাচ্ছে নিরবে। আমাদের দেশে প্রচুর যত্রতত্র ভাবে গড়ে উঠেছে ইটের ভাটি। এই ইটের ভাটির কালো ধোয়াঁর কারনে বায়ু দূষণ তো হচ্ছেই। ইট কারখানায় ইট তৈরির জন্য কাচাঁ মাল হিসাবে ব্যবহার হয় মাটি। মাটি সংগ্রহের জন্য তারা জমির মাটি ব্যবহার করে। যেখান থেকে মাটি খুড়ে তা অনাবাদি জমি নয়, সেখানে বেশির ভাগ সময় মৌসুমী ফসল ফলানো হয়।
কিন্তু ফসল যখন কৃষক ঘরে নিয়ে যায়, ইটের ভাটির কাচামালের যোগান দেওয়ার জন্য জমি গুলো থেকে মাটি খুড়ে নিয়ে যাওয়া হয়, মাটি যখন খুড়ে নিয়ে যায় একটা নির্দিষ্ট গর্ত খুড়ে নিয়ে যায় না-
বরং সেখানে করে কি সমস্ত জমির উপর থেকে মাটি গুলো খুড়ে নিয়ে যায়, তাতে হয় কি জমির উর্বর মাটি গুলো চলে যাচ্ছে ইটের ভাটিতে।

আমার মনে হয় সরকারের উচিত এই বিষয়ে কঠুর আইন প্রয়োগ করাতা যদি সম্ভব না হয় তাহলে দেশের কৃষি উন্নয়নে বিশাল ক্ষতি সম্মুখিন হতে হবে দেশের মানুষকে.

Trainer–The Hunger Project Bangaldesh

Student–Chakaria University College