স্যার আমরা আন্তরিকভাবে দুঃখিত

বাহার রায়হান
Published : 28 Feb 2016, 01:29 AM
Updated : 28 Feb 2016, 01:29 AM

প্রতিবন্ধীরাও এই দেশের সম্পদ যদি তাদের সুযোগ করে দেওয়া হয়। আমরা এখনো অধিকাংশ ক্ষেত্রে তাদের কথা চিন্তা কারি না। তারাও যে এই সমাজের নাগরিক সে কথা আমরা সবাই ভুলে যায়। বাংলাদেশে কোন আইন তৈরি হলে সে আইন যেন তাদের উপযোগি হয় সে বিষয়ে দৃষ্ঠি রাখা আমাদের মনে হয় উচিত ছিল।

আমি এক জন শারীরিক প্রতিবন্ধী। আমার দুই হাত নেই। কিন্তু আমি একটি মোবাইল ব্যবহার করি সেই মোবাইলে সিম ও রয়েছে। আমার সিমটা বায়োমেট্রিক্স পদ্বতিতে রি-রেজিস্ট্রেশন করার জন্য তাদের কাস্টমার অফিসে গেলাম। আমার হাত না থাকার কারণে তারা আমাকে নিয়ে বিব্রান্তিতে পড়ে গেল। তারা আমাকে বলল একটু অপেক্ষা করুন আমরা হেড অফিস থেকে জেনে নেই। তারা কিছুক্ষণ পর আমাকে জানাল স্যার আমরা আন্তরিক ভাবে দুঃখিত । তখন আমার খুব খারাপ লাগলে যে এই জন্য আমার দেশে একটি সুন্দর পদ্বতি চালু হল অথচ সেখানে সবার অংশ গ্রহন নিশ্চিত না হওয়ার আগে কিভাবে প্রকাশ করল সরকারে।

ছাত্র-চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ

ট্রেইনার-দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ