আজ আমি ক্রোধে উন্মক্ত নই

বাহার রায়হান
Published : 11 March 2016, 06:23 PM
Updated : 11 March 2016, 06:23 PM

আমি এই দেশের একজন বংশগত নাগরিক।এই দেশ আমার সব। আমি মুক্তিযুদ্ধ দেখিনি। ৭ই মার্চের ভাষণ শোনার সৌভাগ্য আমার হয়নি। শেখ মুজিবর রহমান কে আমার জ্ঞাত ছিল না। তখন আমি ৩য় শ্রেণিতে। আমাদের বিদ্যালয়ে বঙ্গবন্ধুকে নিয়ে কিছু লিখে আনতে বলল। আমি বাংলা বইয়ের পৃষ্ঠা খুলে খুলে শেখ মুজিবকে নিয়ে সেদিন আমার চলে গেল। পরদিন স্কুলে ম্যাডাম কে দেখালাম সেই ‍দিন রচনা লেখায় আমি প্রথম হলাম। সেই থেকে মানুষটা আমার প্রিয় ব্যক্তি হিসাবে স্থান করে নিয়েছে। "আজ আমি ক্রোদে উম্মত্ত নয় আজ আমি শোকে বিহব্বল নয় আজ আমি প্রতিজ্ঞায় আমি অবিচল। তাদের ধ্বংস আমি করবই। সেই ৭৫'র পিশাচদের"।

বাহার উদ্দিন রায়হান
ছাত্রঃ চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ
ট্রেইনারঃ দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ