আমাকে দেখে সবাই অসহায় চোখে

বাহার রায়হান
Published : 28 April 2016, 08:40 PM
Updated : 28 April 2016, 08:40 PM

এই পৃথিবীতে আমার কোন যে স্থান নেই তা এখন আমি হাড়ে হাড়ে বুঝতেছি। আমি প্রতিবন্ধী বলে যে দিকে যায় সেদিকে অভাব অথবা অবহেলার শিকার হচ্ছি। সর্ব প্রথম শিকার হয় আমার নিজ পরিবারে যেটা পরোক্ষ ভাবে লক্ষ্য করি।  তারপর সমাজে, সেখানে আমাকে দেখে সবাই অসহায় চোখে।

একটা মেয়েকে ভাল লাগলো বলে তার সাথে সম্পর্ক তৈরি করতে চেষ্টা করলাম তাও সম্ভব হলো দুই হাত নাই বলে। সরকার আইন তৈরি করল সিম আঙ্গুলের চাপ দিয়ে ভেরিফায় করতে হবে সেটাও আমার দ্বারা হলো না দুই হাত নাই বলে। এইচএসসি শেষ করে একটা চাকরি করব ভাবলাম সেটাও হচ্ছে না দুহাত নাই বলে।

আচ্ছা আপনি বলুন তো একজন মানুষ কষ্ট পাওয়া বা মায়াময় পৃথিবী ত্যাগ করার জন্য আর কোন বাঁধা আছে?