তারা বলে তুই দেখেছিস?

বাহার রায়হান
Published : 23 Oct 2016, 01:07 PM
Updated : 23 Oct 2016, 01:07 PM
একটা সময় মনে হয়েছিল আমাদের বাংলাদেশ পালটে যাবে, সোনার বাংলা হবে, এমন একটি দেশ হবে যেখানে মারামারি থাকবে না, অন্যকে ঠকানোর চিন্তা থাকবেনা, দুর্নীতি হবে না, সব ছাত্র স্কুলে যাবে, কোনো মেয়ে ইভটিজিং এর শিকার হবে না, বাল্য বিবাহ থাকবে না, কোন মেয়ে নির্যাতিত হবে না, না খেয়ে মানুষ মরবে না এবং সবাই বাংলাদেশকে ভালবাসবে।
এখন মনে হচ্ছে সেটা ছিল মাত্র স্বপ্ন। আমার মনে হয় আগামি ১০০ বছরে তা সম্ভব নয়। আমাদের সমাজে এমন কথ গুলো মানুষ বসবাস করে যারা একটু বয়স্ক তাদের কথা শুনলে মনে আগুন জ্বলে উঠে। ইতিহাসের কথা তাদের বললে তারা বলে তুই দেখেছিস ?, নতুন প্রজন্মের মধ্যে দেখি দেশ প্রেম কিছু ছাত্রছাত্রীদের মাঝে এক বারে নাই বলেল চলে, কথায় কথায় বলে তুদের দেশে কি আছে, কথার এক ফাকেঁ তারা আবার এও বলে আমরা এই দেশের নাগরিক কথা বলার অধিকার আমার আ্ছে।
পাকিস্তানের সঙ্গে যদি আমাদের আবার যুদ্ধ লাগে, তারা সরাসরি পাকির পক্ষে অস্ত্র হাতে নিবে।