বার্মার সেনা বাহিনীকে এই হত্যা বন্ধ করতে চাপ দেওয়া হোক

বাহার রায়হান
Published : 22 Nov 2016, 07:20 PM
Updated : 22 Nov 2016, 07:20 PM

বার্মায় মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। হাজার হাজার মানুষকে হত্যা করছে, নারীদের নির্যাতন করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা পাশের দেশের নাগরিক হয়ে বিশ্বের কাছে যারা চাপ সৃষ্টিকারী রাষ্ট্র তাদের কাছে আবেদন জানাচ্ছি বার্মার সেনা বাহিনীকে এই হত্যা বন্ধ করতে চাপ দেওয়া হোক।

বাংলাদেশে অনেক বোকা ছেলেরা বলে থাকে বর্ডার খুলে দেওয়া হউক, কিন্তু এই সমাধান চিরস্থায়ী নয়। আমরা ৭১' এ খুলে দিয়েছিলাম সেই সুযোগে তারা বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে পড়েছিল।

তাদের প্রধান যেই সমস্যা তা হচ্ছে তারা বিশ্বে নিন্দিত, বহুরূপী, সন্ত্রাসী সহ নানা অসমাজিক কার্যকালাপে জড়িত হয়ে পড়ে। আমাদের দেশে কিভাবে তাদের স্থান দেই যেখানে আমরা নিজেরা অভাবে রয়েছি।

আমাদের দেশে কিছু বার্মার শিকড় গজানো মানুষ আছে; ইসলামকে ব্যবহার করে তারা চায়, বার্মাদের এই দেশে অস্থায়ীর কথা বলে স্থায়ী ভাবে বসবাসের ব্যবস্থা করা। কিন্তু বার্মার এই অবস্থায় আমেরিকা কই? জাতিসংঘ কই? OIC কই? বড় কথা হচ্ছে সুচি কই? নাক গলায় তখন যখন আমরা ৭১ এ রাজাকারদের ফাঁসি দিতে চাই!