এই চাপিয়ে দেওয়া সমাজকে একদিন আমরা পরিবর্তন করবো

বাহার রায়হান
Published : 26 March 2017, 00:56 AM
Updated : 26 March 2017, 00:56 AM
প্রায় ৪৬ বছর আমাদের দেশ স্বাধীন হলো। প্রতিটা দিবসে আমরা আমাদের ভালোবাসা দেখাই, দেশকে কতটুকু ভালোবাসি। হ্যাঁ, সত্যি তো আমরা অনেক অনেক ভালোবাসি আমাদের প্রিয় লাল সবুজের বাংলাদেশকে। কিন্তু তা কিছু ফুল দিয়ে, লাল রং দিয়ে,পতাকা মাথায় দিয়ে, মিছিল করে, ব্যানার করে।
শহিদ মিনারে ফুল দিতে গিয়ে জুতা পরে উঠে যাচ্ছি, এত বড় অপমান কি সহ্য করা যায়? দেশকে এত ভালোবাসার পরেও প্রতিদিন নির্যাতিত হচ্ছে আমার মা, বোন, মেয়ে, অসহায় পথ হারা ছেলেটি। ফুটপাতে গিয়ে দেখেন কতজন না খেয়ে আছে। ঘুষ ছাড়া চাকরি নাই, সরকারি চাকুরিতে ঘুষ লাগবে ৩ লাখের উপরে। প্রত্যেক রাজনীতিবীদ ঘুষ ছাড়া চাকরির সুপারিশ করে না। একজন অদক্ষ লোক টাকা দিয়ে চাকরি নেয়, প্রশাসন কচ্ছপ গতিতে চলে।
সরকারি দলে পাল্টা-পালটি মিছিল, কেউ বলে টাকার জোরে পদ দিছে একজন জামাত-বিএনপির লোককে, আবার পছন্দের লোক যদি পদ না পায় নেতার বাড়ি হামলা, তা নিয়ে রাজপথে মিছিল, গাড়ি ভাঙবে, হরতাল ইত্যাদি। আমজনতা মঘের মল্লুক! যা বলেন, যত অর্জন করেন কিছুই থাকবে না মরলে, সাথে নিয়ে যেতেও পারবেন না, বরং এক বস্তা গজব নিয়ে মরবেন।
শেখ মুজিব, গান্ধি, সুবাস, ম্যান্ডেলা, আব্রাহম লিঙ্কন একটাও হতে পারবেন না। নিজেকে কি মনে করেন বিরাট নেতা? সামনে সবাই স্যালুট করতেছে, পিছনে ফিরে দেখুন জায়গাটা একেবারে জিরো। আর কত চলবে আমার সোনার বাংলা এই ভাবে?
আমরা একটু কি নিজেকে পাল্টাতে পারি না? আমরা ঘুষ দিব না, নিব না, কাউকে নির্যাতন করব না, প্রয়োজনে বাধা দিব, অন্তত নিজের কাজটা নিজে করব, আপনার ব্যবহারের টিসুটা নির্দিষ্ট জায়গায় রাখবেন, কোন তথ্য গোপন রাখবেন না।
আমার বিশ্বাস আপনি দেশকে ভালোবাসেন বলেই কাজগুলো করবেন। এই চাপিয়ে দেওয়া সমাজকে একদিন আমরা পরিবর্তন করব।
ছাত্র- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়