একসময় মধ্যমপন্থীরাই নির্বাচনের জয়-পরাজয় নিয়ন্ত্রণ করত!

বশির আহমেদ
Published : 23 August 2016, 11:02 AM
Updated : 23 August 2016, 11:02 AM

একটা সময় মধ্যমপন্থী বা নিরপেক্ষ বলে একটা স্রেনী ছিল, বছর বিশেক আগে আমরাও শুনেছি। নির্বাচনের জয়-পরাজয়ে নাকি তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকত। আজকাল সেই শ্রেণীটা আর নেই, বিলুপ্ত হয়ে গেছে। এখন ভোটের জন্য সবাই দল খোঁজে। প্রার্থী খারাপ-ভাল যাই হোক ভোট তারাই পায়। সহজ কথায় দলীয় প্রতীক দেখে সবাই ভোট দেন। এটা খুব লক্ষণীয় সাধারন-অসাধারন, মন্ত্রী-সাংসদ সবাই প্রচারণায় বলে বেড়াচ্ছেন আমার মার্কা নৌকা বা ধানের শীষ বা আমি নৌকায় ভোট দিচ্ছি। কেউ বলে না যে, উনি ভালো এবং যোগ্য প্রার্থী, উনাকে ভোট দিন। তাহলে কি ভালো লোকের জন্য সমর্থন কি শেষ হয়ে গেল? নৌকা, ধানের শীষ, লাঙ্গল ……রা-ই কি যুগের পর যুগ ক্ষমতার দম্ভ দেখাইয়া আমাদের বুড়ো আঙ্গুল দেখাতে থাকবে?