আটলান্টিকের হিমবাহ

হৃদয়ে বাংলাদেশ
Published : 28 Nov 2012, 07:44 PM
Updated : 28 Nov 2012, 07:44 PM

ছবিটি আমার নিজের তোলা। এই সিরিজে হিমবাহের আরো ছবি আছে। এটি আসলে মূল হিমবাহের একটি টুকরো মাত্র। তারই সাইজ ছিলো অবিশ্বাস্য। মজার ব্যাপার হলো, আমাদের সামনেই এই টুকরো হিমবাহটির একটি টুকরো ভেঙ্গে পড়লো। তার সাইজও আমি অনুমান করি তিনতলা দালানের সমান। আমাদের গাইড জানালো, মুল হিমবাহটি আর্কটিক থেকে ভাসতে ভাসতে পাঁচ বছরে নিউফাউন্ডল্যান্ডের এই ছোট্ট গ্রামটির কিনারায় পৌঁছেছে। হিমবাহটির যে ঘন নীল অংশ দেখা যাচ্ছে তা হলো একদম বিশুদ্ধ পানি।