আদালতের সাম্প্রতিক পর্যবেক্ষন কী আলোচনা/সমালোচনার অযোগ্য রায়ের সমতুল্য?

হৃদয়ে বাংলাদেশ
Published : 29 Feb 2012, 04:41 AM
Updated : 29 Feb 2012, 04:41 AM

অতি সম্প্রতি উচ্চ আদালত সাগর-রুনি হত্যার একটি রিট সম্পন্ন করেছেন। আমি আইন সম্পর্কে কিছুই জানিনা বলে আদালতের সিদ্ধান্ত ও পর্যবেক্ষন নিয়ে বিভ্রান্ত হয়ে আছি। মহামান্য উচ্চ আদালত কিছু পর্যবেক্ষন করেছেন এবং কিছু আদেশ দান করেছেন। এই পর্যবেক্ষন কি রায়ের সমতুল্য? আদালতের পর্যবেক্ষন নিয়ে মন্তব্য বা সমালোচনা করলে তা কি আদালত অবমাননা হবে? কারন কিছু পর্যবেক্ষন নিয়ে, আমার মনে হয়, আলোচনা করা যেতে পারে যদি তা আইনানুগ হয়। কোন আইন বিশেষজ্ঞ যদি এবিষয়ে পরামর্শ দান করেন তবে কৃতজ্ঞ হবো। ধন্যবাদ।