সকালে ঘুম থেকে উঠে অভ্যাসবশতঃ বিডিনিউজ২৪.কম এর ব্লগের পাতা খুলে থতমত খেয়ে গেলাম। চেয়ে দেখি, এ কার মুখ? কার আবার? আমাদের মহান দোকানদার এইচ এম মুস্তফা কামাল! এই মুখের ছবি প্রকাশের সাথে কোন শিরোনাম নেই। তাই ভাবছি, ব্লগের মালিকানা কি বদলে গেলো? নাহলে একটি সুন্দর সকালে এই শক্ল কেন দেখতে হচ্ছে? মালিকানা বদল কোন কঠিন কাজ নয়, বঙ্কিম চট্টোপাধ্যায় সেই কোন একশ বছর আগেই আমাদের জানিয়ে গেছেন, পৃথিবী কার বশ? না, পৃথিবী টাকার বশ। আর ওই বস্তুটি প্রভুত পরিমানে এই চিত্রধারীর আছে, এমনকি তার জন্য কোন প্রশ্ন উত্থাপনেরও সুযোগ নেই। তাই যদি, ব্লগের মালিকানা সুত্রে তিনি ব্লগের শিরোনাম ছবি ছাপিয়ে থাকেন, তাহলে তো আমাদের কিছুই বলার নেই। তবে, যদি মালিকানা সুত্রে এই ছবি প্রকাশ না করা হয়ে থাকে, তাহলে ব্লগের আধিকারিকদের আমি সবিনয়ে জিজ্ঞেস করি, আমরা এই ব্লগে দু’কথা শুনতে আসি, আর কিছু নয়। এবং এটি আমাদের নিশ্চয়ই কোন অপরাধ নয়। তাহলে আমাদের এই শাস্তি কেন দেয়া হলো এবং হচ্ছে?
ব্লগের কভার পেজ প্রসঙ্গ
ক্যাটেগরিঃ ব্লগালোচনা
জাগো বাহে জাগো বলেছেনঃ
হৃদয়ে বাংলাদেশ,
এমন নূরানী চেহারা দেখতে বুঝি আপনার ভালো লাগে নাই? 😉
আমার কিন্তু জব্বর লেগেছে। 😀 😀 😀
হৃদয়ে বাংলাদেশ বলেছেনঃ
যান, আইজকা থাইক্কা আপনার সাথে আড়ি! 😳
আব্দুল মোনেম বলেছেনঃ
হৃদয়ে বাংলাদেশ ভাই এবং জাগো বাহে জাগো ভাই,
কী নিয়ে কথা ও কেন আড়ি আড়ি কিছুই তো বুঝলাম না। ব্যানারের বাম দিকটা সাদা, ডান দিকে চার আঙ্গুলওয়ালা একটা হাত। এই ছবি নিয়ে এতো কী কথা ও কেন আড়াআড়ি? বুঝলাম না।
😮 😮 😮 😕 😕 😕
পাগল মন বলেছেনঃ
ওমা !! হে ত দেহি অ্যাঁর মামু !! খবরদার কই দিছি, আর মামুরে লই যদি একখান কতা যদি কইছেন …।। আহারে মামু কি হেরেস্তার সকল !! হকালে ঘুমত থাহি উডি মামুরে কদম বুচি না কইরলে আর তো হেডত ভাত হজম হয় ন I
হৃদয়ে বাংলাদেশ বলেছেনঃ
অ আল্লা, হেতে আন্নের মামু নি কনঅ? হেইয়ান আন্নে আগেত্থুন কননাই কিল্লাই? ও আমার আল্লারে!
হৃদয়ে বাংলাদেশ বলেছেনঃ
ও মোনেম ভাই আসছেন। আমি লেখছিলাম বিডিনিউজ এর মেইন কভার পেজে দেখানো ছবিটা নিয়া (বাহের নিজের ব্লগের ছবিটা না)। আপনে মেইন কভার পেজে ছবিটা দেখেন নাই? আচ্ছা আপনে বিচার করেন, জাগো বাহে কয় ওই ছবিটা বুলে নুরানী চেহারার! আরে আমি আয়না দেইখ্যা শেভ করিনা সকালে ডর খামু এই জন্য, এখন এমুন চেহারারে নুরানী কইলে তো আমার ইজ্জতে লাগেনা, কন?
আব্দুল মোনেম বলেছেনঃ
হৃদয়ে বাংলাদেশ ভাই,
জ্বী, এসেছিলাম তো। কিন্তু ধন্দে পড়ে গিয়েছি। মনে হচ্ছে এবার আমার চোখ দুটি গিয়েছে বুঝি। স্ট্রেঞ্জ!
হৃদয়ে বাংলাদেশ বলেছেনঃ
মোনেম ভাই, আমারও তেমনই সন্দেহ। কে বলছিলো আপনারে আর্টস ফ্যাকাল্টিতে এত ঘুরাঘুরি করতে? এখন যখন সুর্য পশ্চিমাকাশের দিকে ঢলছে, তখনকার চোখের অতিব্যবহারে আজকে এই অবস্থা। তবে সান্তনার কথা, কভার পেজের ছবিটি আপনাকে দেখতে হলোনা।
নুরুন্নাহার শিরীন বলেছেনঃ
🙄 ভাই, ব্লগের কভার পেইজে ছবিটা যে আসলেই কার …. বুঝতেই পারছিনা …. একটু ঝেড়ে লিখুনতো প্লিজ …. বড় জানতে ইচ্ছে করে মানে ইচ্ছে করছে …. 🙄
হৃদয়ে বাংলাদেশ বলেছেনঃ
ইয়ে, বোন শিরিন, জাহেদ আপনাকে বলবে ছবিটি কার। আমাকে ইতিমধ্যে সে হুমকি দিয়েছে। বলুক, সেই বলুক!
হৃদয়ে বাংলাদেশ বলেছেনঃ
বোন শিরিন, আমি আপনার কাছেই এই লিঙ্কটি জমা করলাম: মুক্তিযোদ্ধাদের একটি দলের ৪০ বছর পরে একত্রিত হওয়ার কাহিনী। http://www.prothom-alo.com/detail/date/2012-04-20/news/251600
একটি কবিতা লিখুন না প্লীজ।
জাহেদ-উর-রহমান বলেছেনঃ
হৃদয়ে বাংলাদেশ, আপনার গর্দানে মাথা কয়টা? মাননীয়া প্রধানমন্ত্রী, দেশনেত্রী, বঙ্গবন্ধু কন্যার সাথে তাঁর হট কানেকশন সম্পর্কে আপনার কোন ধারনা আছে?
হৃদয়ে বাংলাদেশ বলেছেনঃ
তাই নাকি? আল্লারে……বাথরুমটা কুনদিকে বাই, ও বাই?
আব্দুল মোনেম বলেছেনঃ
যান, আইজকা থাইক্কা আপনার সাথে আড়ি! 😳
সেকালের কথা এমনে মনে করাইয়া দিলেন? আপনের মনে কোন দয়া মায়া নাই গো!
হৃদয়ে বাংলাদেশ বলেছেনঃ
মাফ কইরা দেনগো ভাই। আমার মনে আছিলনা যে আপনের সাগরেদরাও এই ব্লগে গতায়ত করে, ইস্রে! 😳
পাগল মন বলেছেনঃ
@মোনেম বাইজানের দেহি ব্যাক আইডিয়াই আছে, হের লাইগাই তো কই, বাইজান ঘুমর মধ্যে এতো উচা উচা কতা কয় ক্যামতে !!!!
হৃদয়ে বাংলাদেশ বলেছেনঃ
মোনেম ভাইয়ের সে সকল স্বপ্নাবিস্ট কথা ভাবি ছাহেবা রেকর্ড করে কোয়ান্টাম ফিজিক্সের নতুন ধারনা হিসেবে বাজারে ছাড়ার আলোচনা চালাচ্ছেন বলে আমাদের ইন্টেলিজেন্সের খবর আছে! কাউকে বলবেন না।
আব্দুল মোনেম বলেছেনঃ
@ পাগল মন: আন্নেরে সাড়া দুনিয়া গোল্লা বানাই দিসি, লীজ দিসিনি কুনু?
@ হৃদয়ে বাংলাদেশ: আরে কী জ্বালা! বিড়াল ধরনেওয়ালা কি দেশে একজনই নাকি? আমি সেই প্রথম রাত থেকেই তো বিড়ালনীর মুখ চেপে ধরে আছি। কথা বলেন কখন? আপনার ইন্টেলিজেন্স না জানি কোন ভাবী ছাহেবাকে এই ভাবী ছাহেবা মনে করে বসে আছে কে জানে! এখন তো দেখছি কাউন্টার ইন্টেলিজেন্সের জন্য জর্জ বুশকে চাকরী দেয়া লাগে। তখন দেখমু, বুশে বুশে লড়াই কই গিয়ে ঠেকে! 😡 😳 👿
হৃদয়ে বাংলাদেশ বলেছেনঃ
@মোনেম ভাইকে
হৃদয়ে বাংলাদেশ বলেছেনঃ
মোনেম, সব বেড়ালওয়ালাই তাই মনে করে, মগর বেড়ালনিরা যে চালাক, কুনহান দিয়ে ফ্যাঁচ করে!
আব্দুল মোনেম বলেছেনঃ
প্রিয় হৃদয়ে বাংলাদেশ,
বাই, আন্নের সাহস দেহি আাঁই মরি! খামচি তো এট্টাও মাডিত হইত্তো নো। দোয়া করি হেতেনরা এ্যানো যেন নো আয়। 😉 🙄 😀
হৃদয়ে বাংলাদেশ বলেছেনঃ
বাই গো বাই, এই ব্লগে আওনের আগেদ্দি আঁই ছিন্তা কইরতেছিলাম যে আন্নেরে এট্টু সতর্ক করি দি বইলবো যে এই হাতাটা যেন আঙ্গো হেতিরা না দেহে। তো আই দেহি আন্নে অনেক ছালু মাল, নিজের লুঙ্গির গিঠ নিজেই মাইচ্চেন। বুইঝেননা, সেফ ইজ বেটার দ্যান সরি হেঃ হেঃ হেঃ
সাহসের কথা কইলেন নি কোনো? মানুষ ডেসফারেট অই গেলে ডর ভয় কমি যায়!
ফি আমানিল্লাহ্!
সত্য কথক বলেছেনঃ
হি হি মজা হাইছি। বাট কিছুই বুইঝতে হাইরলাম না।