ব্লগের কভার পেজ প্রসঙ্গ

হৃদয়ে বাংলাদেশ
Published : 17 April 2012, 12:13 PM
Updated : 17 April 2012, 12:13 PM

সকালে ঘুম থেকে উঠে অভ্যাসবশতঃ বিডিনিউজ২৪.কম এর ব্লগের পাতা খুলে থতমত খেয়ে গেলাম। চেয়ে দেখি, এ কার মুখ? কার আবার? আমাদের মহান দোকানদার এইচ এম মুস্তফা কামাল! এই মুখের ছবি প্রকাশের সাথে কোন শিরোনাম নেই। তাই ভাবছি, ব্লগের মালিকানা কি বদলে গেলো? নাহলে একটি সুন্দর সকালে এই শক্‌ল কেন দেখতে হচ্ছে? মালিকানা বদল কোন কঠিন কাজ নয়, বঙ্কিম চট্টোপাধ্যায় সেই কোন একশ বছর আগেই আমাদের জানিয়ে গেছেন, পৃথিবী কার বশ? না, পৃথিবী টাকার বশ। আর ওই বস্তুটি প্রভুত পরিমানে এই চিত্রধারীর আছে, এমনকি তার জন্য কোন প্রশ্ন উত্থাপনেরও সুযোগ নেই। তাই যদি, ব্লগের মালিকানা সুত্রে তিনি ব্লগের শিরোনাম ছবি ছাপিয়ে থাকেন, তাহলে তো আমাদের কিছুই বলার নেই। তবে, যদি মালিকানা সুত্রে এই ছবি প্রকাশ না করা হয়ে থাকে, তাহলে ব্লগের আধিকারিকদের আমি সবিনয়ে জিজ্ঞেস করি, আমরা এই ব্লগে দু'কথা শুনতে আসি, আর কিছু নয়। এবং এটি আমাদের নিশ্চয়ই কোন অপরাধ নয়। তাহলে আমাদের এই শাস্তি কেন দেয়া হলো এবং হচ্ছে?