সালাউদ্দিন নাটক , প্রযোজনাঃ খালেদা বেগম

বাংগাল
Published : 12 May 2015, 10:09 AM
Updated : 12 May 2015, 10:09 AM

অবশেষে সালাউদ্দিন নাটকের দি এন্ড হল । আমি এই ব্লগেই সন্দেহ করে লিখেছিলাম সালাউদ্দিন এতক্ষনে হারিস চৌধুরীর করিম গঞ্জের বাসায় সুখ নিদ্রায় শায়িত । হাহ হাহ আমি গণক হয়ে গেলাম । সালাউদ্দিনের স্ত্রী আজ বলেছে সালাউদ্দিন মেঘালয় থেকে ফোনে কথা বলেছে । ইয়ে হুই না বাত ! এবার দেখতে চাই সিলেটের ঐ বিশাল নেতা, ছাতার নামও ভুলে যাই , ইলিয়াস আলী না কি যেন নাম , এর গুম নাটকের শেষ দৃশ্য। ওটাও খুব শীঘ্রই কোন মাউস হোল থেকে বেরিয়ে এসে আমাদের চমকে দিবে ।

শত হলেও এরা খালেদার সারগেত । ১৯৮৭ সনে একবার খালেদার এক কাপড়ে ৭ দিন উধাউ , ১৯৮৯ সালে হোটেল পূর্বানী তে লুকায়িত ৫ স্টার রুম থেকে পুলিশের টেনে হিঁচড়ে বের করার নাটক আমরাতো দেখেছি । অনেক ফেসবুক প্রজন্মের বাবুরা চাচ্চুরা ওগুলো দেখেনি , যাদের অনেকেই উইগের ঠমকে পাগলপরান হয়ে মা দাম মাদাম বলে মূর্ছা যায় ।

সালাউদ্দিনের বউ পোলাপাইনের চেহারা সুরত দেখেই আমি সন্দেহ করেছিলাম ব্যাটা পালিয়েছে ।

এখন বাংলাদেশ সরকার সালাউদ্দিনের বউয়ের নামে আইনানুযায়ী ব্যাবস্থা গ্রহণ করবে , এটা আমাদের প্রত্যাশা । যাতে ভবিষ্যতে কেউ এধরনের নাটক করে রাষ্ট্রের বিশৃঙ্খলার কারণ না ঘটাতে পারে । যে কয়দিন সালাউদ্দিনের নামে হরতাল হয়েছে তার একটা হিসাব নিকাশ জরুরী ।

খালেদা যে আন্ডার গ্রাউন্ড রাজনীতির গড মাদার হয়ে গেছে এতে আর কোন সন্দেহ রইলনা ।
হায় শালা উদ্দিন !!!!!