আহা বেশ বেশ বেশ! আসুন ‘ইসলাম বিতর্ক’ পড়ি

বাংগাল
Published : 23 Feb 2016, 06:00 PM
Updated : 23 Feb 2016, 06:00 PM

যারা বইমেলা থেকে নামক বৈ (বই)টি পড়ার সৌভাগ্য অর্জন করতে পারেননি, তাঁদের জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা । পাঠক এটি পড়ে যদি দেখেন আপনার ইন্দ্রিয়ে কোন রকমের উস্কানি বা সুখানুভূতি বোধ করতে পারেন তবেই আমার শ্রম সার্থক জ্ঞান করবো ।অর্বাচীন পুলিশ আর ভোঁদাই বাংলা একাডেমি মিলে বই মেলা থেকে সকল কপি বাজেয়াপ্ত করলে কি হবে, আমরা কি মরে গেছি? আমরা ব্যবস্থা করে দিচ্ছি, পড়ুন।

ইন্টারনেট যুগ তো । কোন কিছুই লুকাতে পারবেনা -http://blog.bdnews24.com/mrstupid/180825 । আসুন সব খোলাসা করে ( পরিধেয় বস্ত্র নয় ) সুখানুভূতি লাভ করি। আমাদের কথা বলছেন? আমরা তো আগে থেকেই নেংটা , নেংটি পড়ে থাকাতো আমাদের জাতিগত ঐতিহ্য। আমাদের জন্য জন কেরির কাছে মার্কিন দেশে আশ্রয়ের একটি প্রপোজাল প্রক্রিয়াধীন আছে।

উস্কানিটা একটু পরিস্কার করে দেই ।  একটা দাঙ্গার বন্দোবস্ত করতে পারলে তো গাছেরটাও খাব তলারটাও কুড়াবো ।

কৃতজ্ঞতা স্বীকার:

বিশিষ্ট ব্লগার শ্রীযুক্ত http://blog.bdnews24.com/author/mrstupid । ২০১৪ সালে বিডি ব্লগে নিবন্ধিত হয়ে তিনি ১ টি শুধুমাত্র ১টি পোস্ট দিয়েছেন এবং ১টি মন্তব্য করেছেন । উনার প্রচেষ্টার সফলতার অংশীদার হয়ে নিজেকে ধন্য করতে চাই ।