লেক জেনেভা (লেক লেমান), সুইজারল্যান্ড

বাংগাল
Published : 15 Dec 2016, 02:08 AM
Updated : 15 Dec 2016, 02:08 AM

ছবিটি ১৫ই নভেম্বর বেলা ৩:৫৫ তে আমার এক্সপেরিয়া মোবাইলের ক্যামেরায় তোলা। লেক জেনেভা বা লেক লেমান ৫৮০ বর্গ কিলোমিটার আয়তন নিয়ে ফ্রান্স এবং সুইজারল্যান্ডের অংশ। লেকের শুরু হয়েছে জেনেভা প্রান্ত থেকে, এর উত্তর পাড় ঘেষে নয়ন মনোহর সুইজারল্যান্ডের নিওন, মরজ, লোজান, ভেভে হয়ে মন্থ্রো প্রান্তে গিয়ে থেমেছে। এই ছবিটা তুলেছি লোজান উশী প্রান্তে আন্তরজাতিক অলিম্পিক কমিটির সদর দফতরের ঠিক সামনে থেকে। অপর পাড়ে ফ্রান্সের এভিয়ন শহর। উপরেই আল্পস পর্বতমালার দেয়াল।