একজন ব্লগ লেখকের জিয়া এবং বঙ্গবন্ধুর জানাজা তত্ত্বের বিশ্লেষন

বাংগাল
Published : 25 Feb 2012, 04:58 PM
Updated : 25 Feb 2012, 04:58 PM

২৫\০২\২০১২ তারিখে একজন ব্লগার সাগর – রুনি হত্যাকান্ডের সাথে জিয়া বঙ্গবন্ধুর জানাজা , মারা যাওয়ার পর মানুষের প্রতিক্রিয়া বিষয়টার তালগোল পাকিয়ে ফেলেছেন , চেয়েছিলাম মন্তব্য দিব , কিন্তু কয়েকটা অমানবিক মন্তব্য দেখে মন্তব্য না দিয়ে পোষ্ট দিব স্থির করলাম ।এই বিষয়ে দুষ্ট কিছু লোক মুর্খদের মত বিভ্রান্তিকর কথাবার্তা সবসময়েই বলে আসছে ।আমি একটা উপমা দেই , কোন গ্রাম বা মহল্লার একটা বাড়িতে যখন ডাকাতি হয় , শোরগোলে পুরো গ্রামবাসি জানতে পারে এ বাড়িতে ডাকাতি হচ্ছে , অস্ত্রধারী ডাকাত সংখ্যায় ১০\১২ হলেও সহস্রাধিক গ্রামবাসির চেয়ে দেখা ছাড়া কিছুই করার থাকেনা ।ঘটনাক্রমে ডাকাতরা দুই চারজনকে মেরে ফেললেও কিছুই করার থাকেনা । গ্রামবাসির চোখের সামনে দিয়ে অস্ত্র প্রদর্শন করতে করতে চলে যায় । পরে ধরা পড়ে ,জেল হয় ,ফাঁসি হয় ।এই বিচার করার মালিকও গ্রামবাসি নয় ।ডাকাতি এবং খুনের সময় অস্ত্রের ভয়ে গ্রামবাসি কোন প্রতিক্রিয়া দেখাতে পারেনা ।

১৯৭৫ ,১৫ই আগষ্ট , বঙ্গবন্ধু এবং তার পরিবার, শিশু , গর্ভবতী নারী , কাউকে রেহাই দেয়নি পশুর দল , হায়েনার পাল ।রক্তলোলুপ হায়েনার পালের এহেন মানুষ বধের সময়টাকে যারা আনন্দময় ভাবেন তাদের কি বলা যাবে জানিনা ।মানুষ যদি আপনাদের ভাষায় এতটাই উল্লাস করে ,তাহলে সারা দেশে ট্যাংক কামান ভারী মেশিন গান রাস্তার মোড়ে মোড়ে বসিয়ে কাকে ভয় দেখানো হয়েছিলো এক বছর ধরে । ১৬থেকে ২২আগষ্ট সারাদেশে কারফিউ , দেড় বছরব্যাপি রাতে বড় শহরগুলোতে কারফিউ দিয়ে কাকে ভীত সন্ত্রস্ত করে রাখা হয়েছিলো ? আপনাদের মত উল্লসিত নাগরিকদের ? মোটেও না । যারা মানুষ খুনে অংশ নিয়েছিলো তাদের কেনো রাতের আধারে পাহাড়া দিয়ে বিমানে তুলে নিরাপদ আশ্রয়ে পাঠানো হয়েছিলো । আপনাদের ভয়ে? না ।এ সময়টা যারা দেখেছে তাদের বিভ্রান্ত করতে চাওয়া পন্ডশ্রম ।

১৯৮১ ,৩০ মে , একদল অস্ত্রধারী আরেকদল অস্ত্রধারীর হাতে নিহত হলো । সন্ত্রাসি গোষ্ঠির মধ্যেও ক্ষমতা বা সম্পদের ভাগাভাগি নিয়ে এরকম হয়ে থাকে ।একদলের জয়তো হবেই । মরেও একদল জিতে গেলো । মাঝ খান থেকে আরেক অস্ত্রধারী দুই দলের খুনাখুনির ফসল ঘরে তুলে নিলো । এখানে কল্পনা করা যাক , জেনারেল মনজুর জিতে গেলো , এরশাদ মনজুরের নেতৃত্ব মেনে নিলো ।এই অবস্থায় জিয়ার লাখো ভক্ত থাকলেও জানাজা কোথায় হতো ? মনজুরের ট্যাংক ,মেশিনগানের সামনে দিয়ে কয়জন লোক জানাজায় শরীক হতো ? রেডিও ,টিভিতে ভাঙ্গা স্যুটকেস কে দেখাতো ? লেখক ,ঠিক অপজিট ঘটনা ঘটেছে জেনারেল মনজুরের ভাগ্যে ।

ঘটনা চক্রে জেনারেল মনজুর একজন সৈনিক জিয়াকে বধ করে ভিলেন , অন্যদিকে ক্ষমতা পাকাপোক্ত করতে গিয়ে সহস্রাধিক সৈনিক বধকারী জিয়া হলেন হিরো ! কর্ণেল তাহের এর কথাই ধরুন ,বস্তাপচা বাংলা সিনেমার মত " স্বামী কেন আসামী" ।

লেখক : জানাজার উপস্থিতি তত্ব অনেক আগেই অচল হয়ে গেছে ,আপনার হয়তো জানা ছিলোনা ।