মাননীয় মহাসচিব (ভারপ্রাপ্ত) সমীপে

বাংগাল
Published : 6 May 2012, 04:42 AM
Updated : 6 May 2012, 04:42 AM

মাননীয়, মহাসচিব (ভারপ্রাপ্ত), আপনি আমাদের এই বিপদের মুখে ঠেলে দিয়ে পালিয়ে যেতে পারলেন? আপনি তো এই সেদিন রন হুংকার দিয়ে আমাদের হরতাল ,অগ্নিসংযোগ ,গাড়ি ভাঙার নির্দেশ দিলেন | আমরা আপনার কথা রাখার যথাসাধ্য চেষ্টা করেছি | জ্যান্ত মানুষ পর্যন্ত পুড়ে মেরেছি | আপনি আমাদের পিঠ চাপড়ে বাহবা দিবেন ,এটুকু আমরা আশা করতেই পারি |কিন্তু আপনি নাকি পালিয়ে গেছেন , কে বলে আপনি পালিয়েছেন? আপনি তো রাজনৈতিক টেকনিক্স এপ্লাই করেছেন | পালাবে তো ওরা , যারা সরকারে আছে | আপনি তো বলেই দিয়েছেন, এমন আগুন লাগাব, পালবার পথ পাবেন না |

আমাদের সাথে কিছু তরুণ তুর্কি আছে যারা অযথাই প্যাঁচ দিয়ে কথা বলে , বলে কিনা আন্দোলনের দেখেছে কী, এই ছিঁচকে আন্দোলনেই মহাসচিব (ভার প্রাপ্ত ) পালিয়ে যায়, সামনের কঠিন দিনগুলো কিভাবে সামলাবে? ওদের কথায় কিছু মনে করবেননা যেন | আপনি পালিয়ে যাবার আগ পর্যন্ত যে জ্বালাময়ী বক্তৃতা করেছেন তার রেশ আজও আমরা অনুভব করি | তবে লিডার , একটা জিনিস অনেকেই খেয়াল করেছে আপনার বক্তৃতা কিন্তু নওয়াব সিরাজউদ্দৌলার স্টাইলকেও বলেছে, দূরে যাও |

আরেকটা কথা এই ফাঁকে বলে রাখি, কিছু ধানদাবাজ আওয়াজ তুলতে চায় , আপনি নাকি গুম হয়ে গেছেন| সাবধান লিডার ,এই ফাঁদে পা দিবেন না | আপনি যেখানেই থাকেন না কেন , একটা লাগাতার হরতাল দিয়ে দেখেন আমরা কিভাবে বাসে ,গাড়িতে সিএনজি তে আগুন জ্বালিয়ে হরতালকে স্বতস্ফূর্ত করে তুলি |

জেলের তালা ভাঙ্গবো – মির্জা ভাইকে আনবো |