দি ইকনমিষ্ট এর এক পৃষ্ঠার ভাড়া কত পাউন্ড?

বাংগাল
Published : 27 May 2012, 04:45 AM
Updated : 27 May 2012, 04:45 AM

ভাই কেউ কি আমাকে জানাবেন, ইকনমিষ্ট ম্যাগাজিনটির এক পৃষ্ঠা ভাড়া নিতে কত পাউন্ড লাগে ? যদি আমার সাধ্যের মধ্যে হয় ,তবে আমার খুব খায়েশ আমি নিজে একটা প্রবন্ধ লিখব সেখানে | আমার প্রধান খায়েশ হচ্ছে – হিলারিও নয় ,দিল্লিও নয় ,পিণ্ডিও নয় , আমি প্রেসিডেন্ট বারাক হোছাইন ওবামাকে আহবান জানাব শেখ হাসিনাকে একটা কঠিন ধমক লাগানোর জন্য | টাকা খরচ করেই যেহেতু লিখব , সাথে এই আবেদনও করব, যেন ওবামা সাহেব ডর ভয় দেখিয়ে হাসিনাকে ক্ষমতা ছেড়ে দিতে বলে, এটাও যেন বলে যে একমাত্র বিএনপির হাতেই দেশের সার্বভৌমত্ব,গণতন্ত্র ও বিসমিল্লাহ নিরাপদ | ড:ইউনুসের কথা বলেও যেন একটা ধমক দেয় ,এই আবেদন ও করব|

দেখি শেখ হাসিনা পালবার পথ খুজে পায় কিনা |(স্মর্তব্য: মির্জা ফখরুলের কালজয়ী ভাষণ )|

বি:দ্র: – ইকনমিস্টের এক পাতার ভাড়া যদি অনেক বেশি হয়ে যায় তাহলে পরবর্তীতে যারা সাহায্য করতে আগ্রহী হন ,তাদের কাছে আমার ব্যাংক একাউন্ট নম্বর ডাক যোগে পাঠান হবে | লোক মারফত টাকা পাঠানো সম্পূর্ণ নিষিদ্ধ |