একটা ভয়ানক রাতের গল্প

মিঠু
Published : 12 Feb 2013, 03:59 PM
Updated : 12 Feb 2013, 03:59 PM

পৃথিবীর নিয়ম অনুসারে দিন থেকে রাত আসে । এর মধ্যে কিছু কিছু দিন এবং রাত এর সৃতি মানুsষ কখনো ভুলতে পারে না , সে সৃতি মানুষ কে বয়ে চলতে হয় সারা জীবন। আমি যে ভয়ানক রাতের কথা বলছি এটা ১৯৭১ সালের কাদের মোল্লা (কসাই কাদের) এর অত্যাচার এবং হত্তাজজ্ঞর একটা ভয়ানক রাত

পল্লবী, মিরপুর এর আলুব্দি (আলোকদি) গ্রাম এ কাদের মোল্লার (কসাই কাদের) এই নারকীয় হত্তাজজ্ঞর চালায় সেই রাতের কথা মনে করলে এখনো আলুব্দি (আলোকদি) গ্রামের লোকজনের চোখে জল চলে আসে । আলুব্দি (আলোকদি) গ্রাম এর ৭০ উদ্ধ এক লকের মুখে শুনছিলাম সেই রাতের ভয়ানক অত্যাচার এবং হত্তাজজ্ঞর কথা

সে দিন ছিল অনেক ঠাণ্ডা সকাল থেকে ছিল এত পরিমাণে ঠাণ্ডা ছিল যে ঘর থেকে কেউ বাইরে বার হতে পারতেছিল না …। দুপুর এর পর থেকে কুয়াশা পরতে সুরু করে , রাত হতে ই এত কুয়াশা পরে যে দুই হাত দূরে দাঁড়ানো মানুষ কে ও দেখা যচ্ছিল না । রাত গভির হতে ই নেমে আসে আলুব্দি (আলোকদি) গ্রামের মানুষের উপরে সেই দূরসপ্ন । একদিকে পাকিস্তানী হানাদার বাহানি হেলিকপ্টার নীয়ে গ্রামে আসে অপর দিকে কাদের মোল্লা (কসাই কাদের) তার রাজাকার বাহিনী এবং বিহারী দের নিয়ে আক্রমণ করে । কাদের মোল্লার বাহিনী এবং পাকিস্তানী হানাদার বাহিনী একসাথে মিলে পুরা গ্রাম চার দিক দীয়ে ঘিরে ফেলে এবং একে একে গ্রাম থেকে প্রায় ৩০০ থেকে ৩৫০ জন মানুষ মানুষ কে ধরে ফেলে এবং তাদের কে পাসের একটা ফাকা মাঠে নীয়ে হত্যা করে হত্যা করার পরে তাদের মরা দেহ কুয়ার মধ্যে ফেলে দেয় । আমাকে যে কথা গুলা বলছিলো সে ওই রাতে অই গ্রামেই ছিল কুয়াশা থাকার কারনে সে পালীয়ে যেতে পেরেছিলো
কথাগুলা যখন সে বলছিল তখন তার চোক থেকে জল চলে আসছিল এ জল ছিল কষ্টের এ জল ছিল ঘিনার । কথা বলতে বলতে তিনি রাগে কাপছিলিন আর বলছিলেন এত অপরাধ করার পরে ও কেন কাদের মোল্লার ফাসি হল না তিনে রাগে খোবে বলেন আমি এক টা খুন করলে আমাকে ফাসি দেবে আর কেউ এত গুলা খুন করেও তার ফাসি হবে না এ ক্যামন আইন
সে আমাদের সবার সাথে বজ্র কণ্ঠে বলেন আমি এই বিচার মানি না ফাসি ছাড়া অন্য কোন বিচার মানি না
ফাসি এবং ফাসিই তার এক মারত শাস্তি ।

সবাই এক সাথে বজ্র কণ্ঠে বলুন যে আওজ এর প্রতিরধনি সুনে বাংলাদেশ এর সব রাজাকার ভয়ে কাৎরাতে কাৎরাতে মারা যাবে

ফাসি ফাসি ফাসি চাই
কাদের মোল্লার ফাসি চাই

ফাসি ফাসি ফাসি চাই
সব রাজাকার এর ফাসি চাই

১ দফা ১ দাবী
ফাসি ফাসি

বাংলাদেশ জিন্দাবাদ
রাজাকার নিপাত যাক

৭১ এর রাজাকার
এই মুহূর্তে বাংলা ছাড়

জালো জালো
আগুন জালো
ক তে কাদের মোল্লা …
তুই রাজাকার! তুই রাজাকার!
ক তে কামরুজ্জামান …
তুই রাজাকার! তুই রাজাকার!
গ তে গোলাম আজম …
তুই রাজাকার! তুই রাজাকার!
ন তে নিজামী …
তুই রাজাকার! তুই রাজাকার!
স তে সাইদী
… তুই রাজাকার! তুই রাজাকার!
স তে সাকা …
তুই রাজাকার! তুই রাজাকার!
ম তে মুজাহিদ …
তুই রাজাকার! তুই রাজাকার!
জয় বাংলা
জয় বাংলা