ভিন্ন ক্যানভাসে শৈশব

নেংমিঞ্জা বাপন
Published : 30 June 2016, 04:23 PM
Updated : 30 June 2016, 04:23 PM

যদি কখনও কোনদিন গামছা পরা গ্রামের ছেলেটা, ঢাউস ঘুরি উড়ানো দুরন্ত ছেলেটা শহুরে শৈশব এসে দেখে যেতো ! ধানমন্ডির লেকে দাঁড়িয়ে এইভাবে মাছের জন্য বঁড়শি ফেলতো ! নিজেকে ভাবি এই ছেলেটার হয়ে। ওরা শহুরে ক্যানভাসে শৈশব আঁকে। গ্রামে বড় হওয়া অনেকের কাছে তাঁদের শৈশবে রঙ খুঁজে না পেলেও এদের শৈশবে হাজারও রঙ লেগে থাকে। ক্যানভাস হউক অন্যরকম তবুও সে তো শৈশব, সোনালী সময় পৃথিবীর সব মানুষের।

ছবিঃ ধানমন্ডি লেক । ৫ মে, ২০১৬ ।