রেস্ট ইন পিস রাজন, রেস্ট ইন পিস হিউম্যানিটি

বাপ্পী রহমান
Published : 17 July 2015, 06:44 AM
Updated : 17 July 2015, 06:44 AM

এন্ট মিমিকিং জাম্পিং স্পাইডার, ছদ্মবেশী মাকড়শা। ক্যামোফ্লেজ করে পরিবেশের সাথে মিশে থাকে। দৃশ্যত, এরা পিঁপড়ার বেশ ধারন করে শিকারকে বোকা বানায় এবং সেই সাথে নিজেও শিকার করে।
ক্যামোফ্লেজ প্রাচীন শিল্প হলেও 'বাজার' এর ধরন বদলে দিয়েছে। ধরিয়ে দিয়েছে তকমা- 'ভালোভাবে "বেঁচে" থাকতে ক্যামোফ্লেজ লাগে'। তাই আশেপাশের অনেকেই ক্যামোফ্লেজ নিয়ে বেঁচে আছে।
আমরা আন্ডার আর্মে ডিওডোরান্ট ব্যাবহার করি। আমরা 'রাজন' কে হত্যা করি। তারপরও আমরা সভ্যতার মুখে চুন-কালি লেপন হতে দেই না!
আমরা জানি, ভালোভাবে "বেঁচে" থাকতে ক্যামোফ্লেজ লাগে'। তাই আমরা অনেকেই ক্যামোফ্লেজ নিয়ে বেঁচে আছি!