লিচু চোর…

বারীউল
Published : 22 May 2012, 11:57 AM
Updated : 22 May 2012, 11:57 AM

আজ রাতে এক চোর আমাদের গাছের সব লিচু চুরি করে নিয়ে যাচ্ছিল, সেই সময় আমি ঘুমিয়ে ছিলাম আমাদের বাড়ীর ছাদে। চোরের উপস্থিতি টের পেয়ে গাছের নিচে যাই। ততক্ষনে চোর বাবা কিছু দুরে চলে গেছে আমার কাছ থেকে। তাই আমি কিছু না বলে চোরের পিছন পিছন হাটতে থাকি। কিছু দূরে গিয়ে দেখি চোরটা তার ছেলেদের হাতে লিচু গুলি তুলে দিচ্ছে এবং বলতে শুনলাম যে আজ তোদের বাপ বাড়ীতে থাকলে আমাকে এভাবে চুরি করতে হত না। তখন বুঝলাম যে চোর টা কে। আমি তাকে কিছু না বলে বাড়ী চলে আসি, কারণ আমাদের গাছে লিচু ছিল ২৫-৩০টা। বসায় এসে ভাবি যে একজন মা তার ছেলেদের জন্য চুরি করতেও দ্বিধাবোধ করেনা…। হয়ত এই মা একদিন তার ছেলেদের কাছে বড় ভারি হয়ে যাবে, মায়ের অবদানের কথা একবারও মনে করবে না। যা আমাদের সমাজের এক ভয়ংকর রুপ হতে চলেছে। তাই আসুন সবাই মাকে ভালবাসি সব চাইতে বেশি।