জানতে ইচ্ছে করে

বারীউল
Published : 24 June 2012, 07:33 PM
Updated : 24 June 2012, 07:33 PM

আমরা বাংলাদেশের নাগরিক দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে একটি স্বাধীন দেশ পাই। যার পেছনে মুক্তিযোদ্ধাদের ‍অবদান অপরিসীম। বাংলাদেশের বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের যে কোটা পদ্ধতি চালু করেছে তার বিরোধিতা করছিনা কিন্তু আমার খুব জানতে ইচ্ছা হয় যে কিভাবে নাতী নাতনিদের সনাক্ত করবে? কারন ইতোমধ্যে এইচ এস সি তে ভর্তি হওয়ার জন্য অনেকে গরীব মুক্তিযোদ্ধাদের দাদা-নানা বানাতে ব্যাস্ত হতে পারে। যদি কেউ ভূয়া নাতি নাতনি সেজে কোন ভাল কলেজে ভর্তি ফরম জমা দেয় তাহলে কি ভাবে তাকে সনাক্ত করবে। যদি কারও জানা থাকে তা হলে দয়া করে জানালে কৃতজ্ঞ থাকবো ……………………………….