ব্লগ এখন শাস্ত্রবাজদের খপ্পরে

বাসন্ত বিষুব
Published : 22 April 2011, 06:18 PM
Updated : 22 April 2011, 06:18 PM

[লেখাটি মূলত অন্য একটি ব্লগের জন্য]

পক্ষাঘাতগ্রস্ত রোগীর দেহ অক্ষত তবে অকেজো। ইংরেজিতে বললে ভাল শুনায়– প্যারালাইজড। নিথর। এই ব্যাধি শুধুমাত্র রক্ত-মাংসে গড়া দেহের নয়, সমাজেরও হয়– চেতনারও হয়। ফলাফল অভিন্ন– সমাজ আছে গতি নেই, চেতনা আছে– স্পন্দন নেই। মূল্যহীন।

এসবি ব্লগে বাসা বেঁধেছে কিছু শ্বাপদ, কিছু শাস্ত্রবাজ। বচন তব প্রস্ফুটিত, অন্তর তব কলুষিত। প্রতিহিংসা, প্রতিক্রিয়াশীলতা তাদের অস্থিচর্ম। এরা যেখানে বাসাবাঁধে পচন সেখানে অনিবার্য।

গতকাল আমার একটি লেখার প্রতিক্রিয়ায় চোখে পড়েছে এদের প্রচন্ড দৌড়ঝাপ। "বিষয়: শাস্ত্রবাজদের খপ্পরে বাউল সমাজ ও বাঙলার সংস্কৃতি। বি কশাস"

কী ক্রোধ তাদের! কী প্রতাপ! জংধরা তরবারি কোপে পারলে কেটে ফেলে মাথা। তরবারি দেখায় বাসন্ত বিষুবকে, তরবারি দেখায় মডারেটরকে। ডিলিট চাই, ব্যান চাই, মাথাটাও চাই।

কিন্তু অসি দিয়ে কী আর মাথা কাটা যায়! মাথা যে অবিনশ্বর; মাথাই ঈশ্বর।