ফজলুল হক আমিনী– কট্টর ধর্মপতি– ব্যক্তি স্বাধীনতা বিদ্বেষী, জাতিকে যিনি বাঁধতে চান ধর্মের শিকলে। যিনি জানেন না চিন্তা কী; যিনি মানেন না বুদ্ধির মুক্তি; যার বিশ্বাস নেই সাম্যে– তিনি আজ বিভোর হয়ে আছেন ম্যান্ডেলা-সুকি হবার স্বপ্নে।
সরকার তাকে চট্টগ্রাম যেতে দেয়নি, তার কর্মী বাহিনীর সাথে একত্রিত হয়ে বদ পরিকল্পনা করতে দেয়নি, তাই তাকে থেকে যেতে হয়েছে রাজধানীর বাড়িতে। আর এটুকুতেই তিনি বুঝে ফেলেছেন– তিনি মহামতি ম্যান্ডেলা হয়ে যাচ্ছেন, তিনি গণতন্ত্রের মানসপুত্র হয়ে যাচ্ছেন।
তার মত লোকেরা ধর্মকে যেমন হাওয়া মিঠাই জ্ঞান করেন– এই বুঝি ধর্ম গেল, তেমনি ম্যান্ডেলা-সুকিকেও হাওয়া মিঠাই মনে করছেন। এক বেলা ঘরে আটকে আছি– ম্যান্ডেলা কিংবা সুকি হতে দেরি নেই! ভাগ্যিস উনি পুত্রকে ফিরে পাবার পর দিনটিকে ‘পুত্র প্রত্যাবর্তন দিবস’ হিসেবে ঘোষণা করেননি।
প্রত্যাশা করি, আমিনীর এমন ইচ্ছা প্রকাশের খবর যেন ম্যান্ডেলা কিংবা সুকিকে শুনতে না হয়। তাহলে এর চেয়ে লজ্জার আর কিছু থাকবেনা। এ লজ্জা ম্যান্ডেলা বা সুকির নয়– এ লজ্জা আমাদেরই। কারণ আমিনী যে আমাদের দেশেরই একজন– একথা তো আর অস্বীকার করা যাবেনা।
সিলেট থেকে শফিক বলেছেনঃ
অই বেটা হইছে একটা চামার। আর কতগুলা আছে রাজাকার ।রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য যারা এইগুলার সাথে আতাত করে রাজ পথে সময় সময় আন্দোলন করে আবার রাজনৈতিক উদ্দেশ্যই তাদেরি ঘার চেপে ধরে । তারা হইছে চামারনী ।
নারী নীতির নামে সরকার যে আইন করল সেটা তে নারী উন্নয়ন যেই লাউ সেই কদুই রইল। আর আমিনি মধ্যে দিয়ে ফরনথিং হরতাল দিয়ে লাইম লাইটে আসল । আর এই লাইট হইল মিডিয়ার লাইট । এমন চামার কে লাইমে আনার পিছনে মিডিয়া দায়ী । এখন এই চামার টা যদি ম্যান্ডেলা-সুকি বা কিং আব্দুল্লাহর মত নিজেকে ভাবেন। এই লজ্জা যদি অই চামা্রনি বা মিডিয়ার না হয়। তো আপনি আমি লজ্জিত হলে কোন মিডিয়া দেখবে দাদাগো?
বাসন্ত বিষুব বলেছেনঃ
হা হা হা ….
লিটন বলেছেনঃ
আপনাকে কখন এই সু-সংবাদটি আমিনী সাহেব আপনাকে দিলেন একটু বলবেন কি ভাই? স্বপ্ন নিয়ে একটা বই লিখে ফেলতে পারেন, এ ভাণ্ডার তো আপনাদের পরিপূর্ণ। কাটতি কিন্তু ভালই হবে।
বাসন্ত বিষুব বলেছেনঃ
শুধু আমাকে কেন এই আকাঙ্ক্ষার কথা তিনি সংবাদ সম্মেলনে প্রকাশ্যে ব্যক্ত করেছেন।
স্বপ্ন একটা বড় শক্তি। স্বপ্ন না থাকলে বেশিদূর এগুনো যায়না। আসুন আমরা স্বপ্নের চাষ করি।
আমিন আহমাদ বলেছেনঃ
ধন্যবাদ এরকম একটা ব্লগের জন্য। আমি @ লিটনকে বলছি অন্যকে আক্রমণ করে যেমন সত্যকে চাপানো যায়না, তেমনি মিথ্যাকেও প্রতিষ্টিত করা যায়না। আপনাদের এসকল ধারনার ফল সেই ১৯৪৮, ১৯৫২,১৯৭১, ১৯৯০, ১৯৯৫, ২০০১, ২০০১-২০০৬ বিভিন্ন সময়ে জাতী দিয়েছে । আর একটা কথা এটা ১৯৭৬ সাল না যে “হা” বা “না” দিয়া ১১০% হয়ে যাবেন।
বাসন্ত বিষুব বলেছেনঃ
ধন্যবাদ জনাব আমিন আহমেদ। শুভকামনা।