
অবশেষে গোলাম আযমের মৃত্যু হলো। কারো মুত্যুতে আনন্দিত হতে নেই। মৃত্যু পার্থিব জগতে এক নিরেট সত্য। তবে মৃত্যু কখনো কখনো প্রত্যাশিত হয়। ফাঁসির দাবির মধ্য দিয়ে মৃত্যু প্রত্যাশিত ছিল গোলাম আযমের। ফাঁসির আদেশ হয়নি, তবে দণ্ডিত হয়েই মৃত্যু হয়েছে রাজাকার শিরোমনি গোলাম আযমের।
গোলাম আযমের মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে এক দণ্ডিত কয়েদির। মৃত্যু হয়েছে এক মানবতাবিরোধীর। মৃত্যু হয়েছে জাতিদ্রোহীর। মৃত্যু হয়েছে এক দেশদ্রোহীর।
স্বাধীন বাংলাদেশ গোলাম আযমকে ভুলে যাবে না। সোনার বাংলা মীর জাফর কিংবা গোলাম আযমদের ভোলে না। এই না ভোলার মধ্য দিয়ে এই বাংলার আসমান-জমিন তার প্রতিটি সন্তানকে অনন্তকাল ধরে মনে করিয়ে দেবে মীর জাফর ও গোলাম আযমদের সমাপ্তি নেই। তারা ছিল, তারা আবারো জন্ম নেবে এই মাটির কোন এক ক্রান্তিকালে।
গোলাম আযমের মৃত্যুতে আজ বাঙালি অশ্রু ঝরবে। এ অশ্রু শোকের নয়। এ অশ্রু হারাবার বেদনার নয়। এ অশ্রু তৃপ্তির, উপহাসের। গোলাম আযম, আপনার মৃত্যুতে দুঃখিত নয় সোনার বাংলা- আপনার দুঃস্বপ্নের বাংলাদেশ।
আইরিন সুলতানা বলেছেনঃ
বস্তুত এটাই সার প্রতিক্রিয়া, তবে আরেকটু বর্ধিত কলেবরে চাই লেখাটাকে …
সাথে কিছু রিক্যাপ …ফ্ল্যাশব্যাকে গোলাম আযম 🙂
পাকিস্তান পবিত্র দেশ: গোলাম আযম
৫২’র ভাষা আন্দোলনে যোগ দেয়া ভুল ছিল: গোলাম আযম
বাসন্ত বিষুব বলেছেনঃ
আইরিন আপা, সময়ের অভাবে ছোট লিখেছি। আশা করছি সময় করে কলেবর আরেকটু বাড়াবো। ধন্যবাদ মন্তব্য এবং লিংক দেবার জন্য।
নুরুন্নাহার শিরীন বলেছেনঃ
গো-অাযমের ৯২ বয়সে দন্ডিত যুদ্ধাপরাধী শুধু না, দেশদ্রোহীদের, বাংলাদেশটির মীরজাফরদের শিরোমনির মৃত্যু ঘটেছে কয়েদী হিসেবে – এ নিশ্চয় বাংলাদেশপ্রেমী সকলের কাছেই কাঙ্ক্ষিত একটি মৃত্যু। তরুণ প্রজন্ম যে মৃত্যু নিয়ে ফাঁসির দাবীতে অনড় ছিলো। সমগ্র বাংলাদেশ এবঙ প্রবাসেও তরুণ প্রজন্মের দাবীর সঙ্গে একাত্ম অাওয়াজ উঠেছে। যার নামের সঙ্গে একটি “অধ্যাপক” পদবী একজন অাপাদমস্তক পাকিপ্রেমীর মুখের অাড়ালে হিংস্রতার দাঁতাল নমুনা হয়ে ঝুলতো। তার সম্পর্কে বলতে গেলেতো ঢাউস ইতিহাসের নির্মমতার কাহিনী হবে। অসাম্প্রদায়িক চেতনামূলে সাম্রদায়িক ধর্মের রাজনীতি পয়দা হয়েছে গো-অাযমের হাতে। তো, কি অার বলি ! পাবলিকের হাতে পড়লে যে লাশের দাফনকাফন হবেনা দফারফা হবেই, হাড়গোড় পর্যন্ত হয়তো খুঁজেও পাওয়া যাবেনা অার তেমন মৃতের কাহিনী যেন বাংলাদেশে কবরস্থ হউক অাজ চিরতরেই। এইটুকু চাওয়া যেন পূরণ হয়।
বাসন্ত বিষুব বলেছেনঃ
দেশ আজ আরো এক কলঙ্ক মু্ক্ত হয়েছে।
চমন বলেছেনঃ
ব্রাহ্মণবাড়িয়ার কলংক গোলাম আজম
বাসন্ত বিষুব বলেছেনঃ
একমত। গোলাম আযম মানবতার কলঙ্ক।
নীলকণ্ঠ জয় বলেছেনঃ
একজন গো আযম মারা গেলেই কি সব শেষ হয়ে গেলো? লক্ষ লক্ষ গো আযম পয়দা করে গেছেন তিনি। যে রক্তবীজের ঝাড় তিনি বানিয়ে গেছেন তা শেষ করা কি আদৌ সম্ভব? মহিষাসুর ব্যর্থ অসুর ছিলেন, কিন্তু গো আযম অব্যর্থ ছিলেন।
বাসন্ত বিষুব বলেছেনঃ
ঠিক বলেছেন নীলকন্ঠ জয়। গোলাম আযমদের সমাপ্তি নেই।