গোলাম আযমের মৃত্যুতে দুঃখিত নয় সোনার বাংলা

বাসন্ত বিষুব
Published : 23 Oct 2014, 07:01 PM
Updated : 23 Oct 2014, 07:01 PM

অবশেষে গোলাম আযমের মৃত্যু হলো। কারো মুত্যুতে আনন্দিত হতে নেই। মৃত্যু পার্থিব জগতে এক নিরেট সত্য। তবে মৃত্যু কখনো কখনো প্রত্যাশিত হয়। ফাঁসির দাবির মধ্য দিয়ে মৃত্যু প্রত্যাশিত ছিল গোলাম আযমের। ফাঁসির আদেশ হয়নি, তবে দণ্ডিত হয়েই মৃত্যু হয়েছে রাজাকার শিরোমনি গোলাম আযমের।

গোলাম আযমের মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে এক দণ্ডিত কয়েদির। মৃত্যু হয়েছে এক মানবতাবিরোধীর। মৃত্যু হয়েছে জাতিদ্রোহীর। মৃত্যু হয়েছে এক দেশদ্রোহীর।

স্বাধীন বাংলাদেশ গোলাম আযমকে ভুলে যাবে না। সোনার বাংলা মীর জাফর কিংবা গোলাম আযমদের ভোলে না। এই না ভোলার মধ্য দিয়ে এই বাংলার আসমান-জমিন তার প্রতিটি সন্তানকে অনন্তকাল ধরে মনে করিয়ে দেবে মীর জাফর ও গোলাম আযমদের সমাপ্তি নেই। তারা ছিল, তারা আবারো জন্ম নেবে এই মাটির কোন এক ক্রান্তিকালে।

গোলাম আযমের মৃত্যুতে আজ বাঙালি অশ্রু ঝরবে। এ অশ্রু শোকের নয়। এ অশ্রু হারাবার বেদনার নয়। এ অশ্রু তৃপ্তির, উপহাসের। গোলাম আযম, আপনার মৃত্যুতে দুঃখিত নয় সোনার বাংলা- আপনার দুঃস্বপ্নের বাংলাদেশ।