আমার প্রথমআলো ব্লগ অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে। আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড ব্রেক করে ব্যানারে ‘এখানে দিন-রাত্রি সমান’ এর পরিবর্তে অন্য একটি বাক্য লিখে রাখা হয়েছে। পাসওয়ার্ড ব্রেক করার ফলে আপাতত প্রথমআলো ব্লগে আমি লগ ইন করতে পারছিনা। সেই সাথে পাসওয়ার্ড পরিবর্তনের প্রক্রিয়াটিও কাজ করছে না। আমি আশংকা করছি উক্ত অ্যাকাউন্ট থেকে আমার নামে এমন কোন লেখা পোস্ট হতে পারে যার বক্তব্য আমার দৃষ্টিভঙ্গির বিপরীত।
বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট মডারেটরকে ইমেইলে জানানো হয়েছে। এখনো কোন জবাব পাইনি। তাই এই পোস্টের মাধ্যমে উক্ত ব্লগের মডারেটরের কাছে বিষয়টি দ্রুত সমাধান করার অনুরোধ রইলো।
আব্দুল মোনেম বলেছেনঃ
চিন্তার কথা, বিষুব! ❓ 😮 🙁
বাসন্ত বিষুব বলেছেনঃ
সত্যিই চিন্তার বিষয়।
আজাদী বলেছেনঃ
কোন লাভ হবেনা। নামে নামে টানেরে ভাই…………!!! একজন আইএসআইএর টাকায় চলে আর একজন তাদের তাবেদারী করে। একজন মতিউর রহমান আর একজন মতিউর রহমান নিজামী (মইত্তা রাজাকার)। হা হা হা……
বাসন্ত বিষুব বলেছেনঃ
হা হা হা ….
ধন্যবাদ।
নাহুয়াল মিথ বলেছেনঃ
ভবিষৎবাণী- বাংলা ব্লগিং এর নতুন রহস্য মানবের জন্ম হচ্ছে 😉 দিবা রাত্রির সাথে মহান যীশুর অনেক মিল 😎
শুভ ব্লগিং দিবা রাত্রি 😆 😆 😆 ।
বাসন্ত বিষুব বলেছেনঃ
আমি একজন সাধারণ মানের ব্লগার। তাই এই মন্তব্যের জবাবে কতটুকু হাসা উচিত বুঝতে পারছিনা। হা হা হা ……..
আইরিন সুলতানা বলেছেনঃ
সমাধান হয়েছে?
বাসন্ত বিষুব বলেছেনঃ
প্রথম আলোর মডারেটর নতুন একটা পাসোয়ার্ড দিয়েছেন তবে তাতেয় কাজ হচ্ছেনা। দেখা যাক পড়ে কী হয়। একটা দুষ্ট হ্যাকারের জন্য একটু অসুবিধা হচ্ছে এই আর কী।
মাধবীলতা বলেছেনঃ
চির বসন্ত বিরাজ করুক আপনার ব্লগে। নতুন রহস্য মানবের জন্ম হচ্ছে বিষয়টা কি? দাইমা কি নতুন কিছু সৃষ্টি করছে?