তিনি একজন বাবা ক্যাটেগরিঃ ফটো সোমবার ২০জুন২০১১, পূর্বাহ্ন ১১:৪৮ পছন্দের পোস্ট করতে আপনাকে লগইন করতে হবে। পছন্দের পোস্ট করতে আপনাকে লগইন করতে হবে।
সোমবার ২০জুন২০১১, অপরাহ্ন ০৪:২৫ বাসন্ত বিষুব বলেছেনঃ উদ্দেশ্য ভাল। মেয়েটিকে মনে করতে পারছেন কি? কুকুর এবং কাকের হাত থেকে তাকে উদ্ধার করা হয়েছিল। কাদের সিদ্দিকী তাকে কন্যা হিসেবে গ্রহণ করেছিলেন। এ অধ্যায়ে তিনি একজন মহৎ মানুষ। জবাব দেবার জন্য প্রবেশ করুন ১.১
সোমবার ২০জুন২০১১, অপরাহ্ন ০২:২০ আকাশের তারাগুলি বলেছেনঃ এন্টেনার উপর দিয়া গেলো……………. জবাব দেবার জন্য প্রবেশ করুন ২
সোমবার ২০জুন২০১১, অপরাহ্ন ০৪:২৭ বাসন্ত বিষুব বলেছেনঃ কাক-কুকুরের মুখ থেকে যে মেয়েটি রক্ষা পেয়েছিল কাদের সিদ্দিকী তার বাবা হয়েছিলেন এবং এখনো আছেন। জবাব দেবার জন্য প্রবেশ করুন ২.১
সোমবার ২০জুন২০১১, অপরাহ্ন ০৩:৩৭ শনিবারের চিঠি বলেছেনঃ তিনি তো বাবা হতেই পারেন, তাই না? জবাব দেবার জন্য প্রবেশ করুন ৪
সোমবার ২০জুন২০১১, অপরাহ্ন ০৪:৩৩ বাসন্ত বিষুব বলেছেনঃ এখানে তার একটা মহত্ব আছে। তাই না? জবাব দেবার জন্য প্রবেশ করুন ৪.১
সোমবার ২০জুন২০১১, অপরাহ্ন ০৩:৫২ নাহুয়াল মিথ বলেছেনঃ 😯 প্রথম ছবি পোস্ট 😆 😆 😆 জবাব দেবার জন্য প্রবেশ করুন ৫
সোমবার ২০জুন২০১১, অপরাহ্ন ০৪:৩৫ বাসন্ত বিষুব বলেছেনঃ প্রথম আপলোড করতে গিয়ে বেশ ঝামেলা পোহাতে হয়েছে। ছবিটা গতকাল পোস্ট করতে চেয়েছিলাম। কিন্তু অপশন কাজ করেনি। তাই আজ দিলাম। ধন্যবাদ নাহুয়াল মিথ। জবাব দেবার জন্য প্রবেশ করুন ৫.১
সোমবার ২০জুন২০১১, অপরাহ্ন ০৪:৩৫ মোসাদ্দিক উজ্জ্বল বলেছেনঃ বঙ্গ বীর বলে কথা জবাব দেবার জন্য প্রবেশ করুন ৬
সোমবার ২০জুন২০১১, অপরাহ্ন ০৪:৪৩ বাসন্ত বিষুব বলেছেনঃ ঠিক তাই। বলতে বাধা নেই, তিনি এই মেয়েটির জনক না হলেয় বাবা। আমাদের সমাজে পিতৃ পরিচয় অনেক বড় একটা কিছু। জবাব দেবার জন্য প্রবেশ করুন ৬.১
সোমবার ২০জুন২০১১, অপরাহ্ন ০৪:৫৮ মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী বলেছেনঃ মেয়েটিরও সৌভাগ্য যে — এমন গর্বিত পিতার সন্তান হতে পেরে। 🙂 জবাব দেবার জন্য প্রবেশ করুন ৭
সোমবার ২০জুন২০১১, অপরাহ্ন ১০:৫২ বাসন্ত বিষুব বলেছেনঃ সে এক গর্বিত কন্যা। জবাব দেবার জন্য প্রবেশ করুন ৭.১
Rafiq বলেছেনঃ
উদ্দেশ্য কি বিষুব ভাই ?
বাসন্ত বিষুব বলেছেনঃ
উদ্দেশ্য ভাল। মেয়েটিকে মনে করতে পারছেন কি? কুকুর এবং কাকের হাত থেকে তাকে উদ্ধার করা হয়েছিল। কাদের সিদ্দিকী তাকে কন্যা হিসেবে গ্রহণ করেছিলেন। এ অধ্যায়ে তিনি একজন মহৎ মানুষ।
আকাশের তারাগুলি বলেছেনঃ
এন্টেনার উপর দিয়া গেলো…………….
বাসন্ত বিষুব বলেছেনঃ
কাক-কুকুরের মুখ থেকে যে মেয়েটি রক্ষা পেয়েছিল কাদের সিদ্দিকী তার বাবা হয়েছিলেন এবং এখনো আছেন।
রূরা বলেছেনঃ
দলছুট…..
বাসন্ত বিষুব বলেছেনঃ
একজন মহৎ বাবা ।
শনিবারের চিঠি বলেছেনঃ
তিনি তো বাবা হতেই পারেন, তাই না?
বাসন্ত বিষুব বলেছেনঃ
এখানে তার একটা মহত্ব আছে। তাই না?
নাহুয়াল মিথ বলেছেনঃ
😯 প্রথম ছবি পোস্ট 😆 😆 😆
বাসন্ত বিষুব বলেছেনঃ
প্রথম আপলোড করতে গিয়ে বেশ ঝামেলা পোহাতে হয়েছে। ছবিটা গতকাল পোস্ট করতে চেয়েছিলাম। কিন্তু অপশন কাজ করেনি। তাই আজ দিলাম।
ধন্যবাদ নাহুয়াল মিথ।
মোসাদ্দিক উজ্জ্বল বলেছেনঃ
বঙ্গ বীর বলে কথা
বাসন্ত বিষুব বলেছেনঃ
ঠিক তাই। বলতে বাধা নেই, তিনি এই মেয়েটির জনক না হলেয় বাবা। আমাদের সমাজে পিতৃ পরিচয় অনেক বড় একটা কিছু।
মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী বলেছেনঃ
মেয়েটিরও সৌভাগ্য যে — এমন গর্বিত পিতার সন্তান হতে পেরে। 🙂
বাসন্ত বিষুব বলেছেনঃ
সে এক গর্বিত কন্যা।
আকাশের তারাগুলি বলেছেনঃ
অনন্য