শব্দরা আজ পরাজিত, যা দেবার তা শুধু অশ্রু

বাসন্ত বিষুব
Published : 11 July 2011, 05:04 PM
Updated : 11 July 2011, 05:04 PM

শব্দ কখনো প্রচন্ড ধারালো; আঘাতে রক্ত ঝরে।
শব্দ কখনো মমতার; স্পর্শে আবেগ ঝরে।

কিন্তু আজ যা ঘটে গেল চট্টগ্রামে তার প্রতিদান দেবার সামর্থ্য কী কোন শব্দের আছে? নেই।
শব্দরা আজ হার মেনেছে; শব্দরা আজ পরাজিত। মুখ থুবড়ে পড়েছে আমাদের সম্ভ্রান্ত ভাষা। এ ভাষা আজ ব্যর্থ।

অর্ধশত শিশু-প্রাণ আজ যেভাবে বলি হলো নিয়তির, কার সামর্থ্য আছে সে ভার সইবার। এমন কোন শব্দ কী আছে, যে শব্দের কারুকাজে ওদের জন্য রচিত হবে একটি শোকগাঁথা। নেই।

আছে শুধু অশ্রু। সেটুকুই দিলাম ওদের।