অভিনন্দন আইভি

বাসন্ত বিষুব
Published : 30 Oct 2011, 05:22 PM
Updated : 30 Oct 2011, 05:22 PM

বাংলাদেশে আজ একটি ইতিহাস রচিত হলো, এ ইতিহাস গৌরবের। দেশের জনগণ এতোদিন নগর পিতা পেয়েছে আর আজ পেল নগর মাতা। সন্ত্রাসকে আস্তাকুড়ে ছুড়ে ফেলে জনতা আজ বেছে নিল শান্তিকে। এই শান্তির প্রতীক সেলিনা হায়াৎ আইভি।

নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে যে ভোট যুদ্ধের সূচনা হয়েছিল তা শেষ পর্যন্ত আর দলীয় সমর্থনের মধ্যে সীমাব্ধ থাকেনি। দলকে ছাপিয়ে এ যুদ্ধ গড়িয়েছিল শান্তিকামী জনতা ও সন্ত্রাসীর মধ্যে। পুরো দেশ সবাক হয়েছিল একজন সন্ত্রাসীর বিরুদ্ধে। যুদ্ধে সেই সন্ত্রাসের প্রতীক শামীম ওসমানের পরাজয় ঘটেছে। এ পরাজয় শুধু নারায়নগঞ্জের শামীম ওসমানের নয়, এ পরাজয় সারা দেশে স্বদম্ভে শির উচিয়ে চলা প্রত্যেক শামীম ওসমানের। শামীম ওসমানগণ, সাবধান হোন। আগামীতেও এই যুদ্ধের পুনারাবৃত্তি ঘটবে।

আপনাকে অভিনন্দন মিসেস আইভি। এ অভিনন্দন শুধু দেশের প্রথম নারী সিটি মেয়র হিসেবে নয়, জনতার আস্থার যে মুকুট আপনার মাথায় শোভা পাচ্ছে এ অভিনন্দন তারই জন্য। জনতার এই অকুন্ঠ সমর্থনকে স্মরণে রাখুন, সংকীর্ণতা নামক ঘাতক থেকে সতর্ক থাকুন এটাই আমাদের প্রত্যাশা।