ভাল লেখক হবার রেসিপি

বাসন্ত বিষুব
Published : 22 Nov 2011, 02:11 AM
Updated : 22 Nov 2011, 02:11 AM

আমরা যারা ব্লগে আসি তারা সবাই লিখতে চাই। লিখার মধ্যে দিয়ে নিজেকে জানাতে চাই। নিজেকে জানাবার সাথে সাথে অন্যকেও জানতে চাই। কিন্তু লেখক হয়ে কী আমরা সবাই ব্লগে আসি? মোটেই না। আমাদের কেউ কেউ ব্লগে এসে লেখক হই। আমার বিশ্বাস, যারা লেখক হিসেবে ব্লগে আসেন তাদে চেয়ে যারা ব্লগে এসে লেখক হয়েছেন তারাই ব্লগিং জগতের যোগ্য সৃষ্টি। কারণ ব্লগিং এর উদ্দেশ্য তাদের মধ্যেই সফল হবার স্থান খুঁজে পেয়েছে। তো,'কপি ব্লগারের' প্রতিষ্ঠাতা ব্রায়ান ক্লার্ক ভাল লেখক হবার ১০টি উপায়ের কথা উল্লেখ করেছেন। আসুন দেখে নেই সেই ১০টি উপায় কী কী:

১. লিখুন
২. বেশি করে লিখুন
৩. আরো বেশি লিখুন
৪. তার চেয়েও বেশি লিখুন
৫. ইচ্ছে না হলেও লিখুন
৬. যখন ইচ্ছে হয় তখনই লিখুন
৭. কিছু বলার ইচ্ছে হলে লিখুন
৮. কিছু বলার ইচেছ না হলেও লিখুন
৯. প্রতিদিন লিখুন
১০. লিখতে থাকুন