দীর্ঘ বিরতি ছাড়া ২৯ ফেব্রুয়ারির আর কোন বিশেষত্ব নেই

বাসন্ত বিষুব
Published : 28 Feb 2012, 06:33 PM
Updated : 28 Feb 2012, 06:33 PM

চার বছরের দীর্ঘ বিরতি দিয়ে ক্যালেন্ডারের পাতায় আবার যে তারিখটি স্পষ্ট হয়ে উঠলো সেটা ২৯ ফেব্রুয়ারি। তারিখটি বিশ্বজুড়ে আগ্রহের বিষয়। মিন রাশির এই দিনটি প্রায় প্রত্যেকের কাছেই বিশেষ একটি দিন। এই দিনে যারা জন্মায় তারা লিপইয়ার বেবি, মানুষের চোখে এদের একটি বিশেষত্ব আছে। লিপ ফ্রগ বলেও এক শ্রেণির ব্যাঙ আছে। এদের বিশেষত্ব হলো এরা এক লাফে অনেক দূর যেতে পারে। কিন্তু লিপইয়ার বেবিরা কত দূর যেতে পারে? আমার জানা নেই।

২৯ ফেব্রুয়ারি রাশিচক্রের যে সীমানায় পড়েছে সেটা মিন নামে পরিচিত। মিন বা মাছ জল-জীব। এ দ্বারা কী বুঝায়! মিন জাতকেরা গভীরগামী? এরা রহস্যাবৃত? এদের মানস বিচরণ থেকে যায় লোকচক্ষুর আড়ালে? নাকি নিরিহ মিনের মত এরা শান্তিকামী? জানা নেই।

জোতিষশাস্ত্রে মিন রাশির জাতকদের সম্পর্কে বলা হয়ে থাকে- এরা শিল্পী, কবি, লেখক ও দার্শনিক মানসের অধিকারী। এরা সহজ-সরল। কখনো এরা হয়ে উঠে যুগস্রষ্টা। আসলেই কী তাই? জানা নেই।

২৯ ফেব্রুয়ারিতে জন্ম নিয়ে আমার কাছে শুধু এটুকুই মনে হয়, দীর্ঘ বিরতি ছাড়া এই দিবসটির আর কোন বিশেষত্ব নেই। আছে কি?