যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সংহতি প্রকাশ করল বাংলাদেশ সাইবার আর্মি

Bangladesh Cyber Army
Published : 12 Feb 2013, 06:22 AM
Updated : 12 Feb 2013, 06:22 AM

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সংহতি প্রকাশ করল বাংলাদেশ সাইবার আর্মি:

জাগো বাঙ্গালী জাগো। এই আন্দোলন আমাদের গণ মানুষের আন্দোলন। আমরা তরুন প্রজন্ম মুক্তিযুদ্ধ দেখি নাই কিন্তু জন্মের পর থেকেই দেখে আসছি একটি কলঙ্কময় স্বাধীনতা। ৩০ লক্ষ শহীদ রক্ত দিয়ে এনে দিয়েছিল একটি স্বাধীনতা কিন্তু সেই স্বাধীনতায় লেগে আছে কলঙ্কের দাগ। এখন সময় এসেছে সেই কলঙ্ক মোচন করার।একাত্তরের মহান মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহাবাগ সহ সারা দেশে চলছে আন্দোলন। এই আন্দোলনের আজ সংহতি প্রকাশ করল বাংলাদেশ সাইবার আর্মি। আন্দোলনের শুরু থেকেই নৈতিক সমর্থন করছিল বাংলাদেশ সাইবার আর্মি। ১১ ই ফেব্রুয়ারী ২০১৩ ইং তারিখে তারা আনুষ্ঠানিক ভাবে শাহাবাগের মুক্তমঞ্চে সংহতি প্রকাশ করল। বাংলাদেশ সাইবার আর্মির অনেকেই ঢাকার বাইরের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করছে। বাংলাদেশ সাইবার আর্মি সকল নীতিমূলক কাজে বাংলাদেশের সাথে আছে, অতীতেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমরা সবাইকে রাজপথে নেমে আসার জন্য অনুরোধ করছি। এখন সময় এসেছে আমাদের দাবি আদায় করার, আমাদের পূর্ব পুরুষদের দ্বারা অর্জিত স্বাধীনতার মান রক্ষা করার। নেমে আসুন রাজপথে অংশ নিন রাজাকার নিধন আন্দোলনে।সামান্য কয়েকজন তরুন ব্লগারদের নিয়ে শুরু হওয়া এই আন্দোলন আজ সমগ্র বাঙ্গালীর আন্দোলন। বাঙ্গালী আজ ঘুরে দাঁড়িয়েছে স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে। সকল রাজাকারদের অবিলম্বে ফাঁসি হবে এটাই এখন সকলের দাবি।তোমার আমার ঠিকানা,পদ্মা, মেঘনা, যমুনা।
ফাঁসি ফাঁসি ফাঁসি চাই,
যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই।
একাত্তরের হাতিয়ার,
গর্জে উঠো আরেকবার।
******************************************************************
"‌‌‌আমরা সবাই মিলে একক সত্বা
আমরা শুন্যে বিভক্ত
আমাদের কাজ দেশের জন্য
আমদের লড়াই মানবতার জন্য
আমরা ন্যায়-এর পক্ষে
আমরা,
বাংলাদেশ সাইবার আর্মী"
******************************************************************
পাবলিক গ্রুপ লিংক:
টুইটার একাউন্টের লিংক: