সশস্ত্র মুক্তিযুদ্ধের ঘোষনা দিয়েছিলেন কে?

বিডি০৮
Published : 26 March 2011, 07:59 AM
Updated : 26 March 2011, 07:59 AM

রাজনৈতিক সমাধান নয়, এক সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে। ইন্ডিয়া পাকিস্তানের মত টেবিল টকে বাংলাদেশ স্বাধীন হয় নি।
এই মুক্তিযুদ্ধ কি ধর্মের সাথে সংঘর্ষ ছিলো? না, কারন যুদ্ধটা ছিলো রাজনৈতিক।

এই সশস্ত্র মুক্তিযুদ্ধ কি নয় মাসে শেষ হতো যদি না বাংগালী সেনা, পুলিশ, আনসার মানে যাদের হাতে সামরিক অস্ত্র ছিলো তারা সরাসরি যুদ্ধে অংশগ্রহন না করলে এর দীর্ঘমেয়াদি রুপ কেমন হতো?

কাজেই মুক্তিযুদ্ধের ইতিহাসে বেংগল রেজিমেন্টের বিদ্রোহ এবং মেজর জিয়ার সশস্ত্র মুক্তিযুদ্ধের ঘোষনা ( কিংবা স্বাধীনতার ঘোষনা) এক গুরুত্বপূর্ন অধ্যায়।

বর্তমানে মুক্তিযুদ্ধের এই সংবেদনশীল ঘটনাটিকে কেন্দ্র করে আজকের আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যকার দ্বন্দ্ব স্রেফ ক্ষমতার জন্যে নয়, আদর্শিক কারনও আছে।