এখন বাংলাদেশে ইস্যু কি?

বিডি০৮
Published : 24 April 2012, 07:12 PM
Updated : 24 April 2012, 07:12 PM

আমার আইডিটি ব্লগ কর্তৃপক্ষ 'সরকারী নির্দেশে' বন্ধ করে রেখেছিল …পুনরায় চালু করছেন বিধায় আপনাদের বিশেষ কৃপায় ..।

যাই হোক, এখন বাংলাদেশে ইস্যু কি? মি. ইলিয়াসকে পাওয়া যাচ্ছে না …নাকি ঘুষ কেলেংকারিতে সুরঞ্জিতের পদবীহীন হওয়া …নাকি সোহেল তাজের সংসদ থেকে পদত্যাগ …নাকি সাগর-রুনির হত্যাকাণ্ড ..।

সবচেয়ে মজার ব্যাপার হল এই সরকারের আমলে কোন কিছুরই কোন সমাধান পাওয়া যাচ্ছে না …যেমন ধরুন আওয়ামী এমপি শাওনের পিস্তলের গুলিতে আরেক আওয়ামী নিহত হল …তার কোন সমাধান নেই …এমপি শাওনা খালাস ..। সুরঞ্জিতের সহকারী ফারুকের কাছে ঘুষের টাকা পাওয়া গেলো …আওয়ামী কর্মী ফারুক খালাস ..।

কিংবা ধরুন শেয়ার বাজারের কেলেংকারী …দরবেশরা খালাস সম্প্রতি মি ইলিয়াসের নিখোঁজ …..কে নিখোঁজ করলো ….শেখ হাসিনার ভাষায় বিএনপি নাকি তাকে নিখোঁজ করেছে …আমার মনে হচ্ছে
শেখ হাসিনার ইশারায় ইলিয়াস গুম হয়েছে …কে করতে পারে? হাসিনার বিশেষ বাহিনী যা পার্শ্ববর্তী দেশ থেকে আগত।

বলা হচ্ছে এত হরতাল কেন? কিন্তু চৌধুরী আলম নিখোঁজ হলে বিএনপি নিয়মতান্ত্রিকভাবে তা সমাধান চেয়েছিল, কোন হরতাল দেয়নি। তাছাড়া বিএনপি এই সরকারের সময় ১০টি হরতাল করেছে …..তবে কেন বলা হচ্ছে এত হরতাল কেন? এইগুলো যারা বলছেন, তারা হল আওয়ামী লীগার …..এদের চেনার উপায় কি? এদের ভাষা অশ্লীল, অঙ্গভঙ্গি বিশ্রী, আচরণ উদ্ধত, মন সংকীর্ণ, যোগ্যতা নেই, প্রচারনায় উচ্চকণ্ঠ ….।