আওয়ামী রাসপুটিনেরা …?

বিডি০৮
Published : 27 April 2012, 03:40 PM
Updated : 27 April 2012, 03:40 PM

বাংলাদেশের রাজনীতির হাল-চাল কেমন?

মানবাধিকার এখন ভুলন্ঠিত।
সরকারের বিরুদ্ধ-কন্ঠ চিরতরে বন্ধ করে দেবার ঔষধ প্রস্তুত – গুম ।
সরকারের ভিতরের এই রাসপুটিনের অবস্থান এখন স্পষ্ট …

দেশে এখন আর রাজনীতি নেই – আছে রাজনীতিকে ব্যবহার করে দলীয় বা ব্যক্তি স্বার্থ হাসিল। রাজনীতির বদৌলতে আজ ৯টা দলীয় ব্যাংক কিংবা ২১টি দলীয় টেলি-লাইসেন্স (এর মধ্যে আছে সুরংঞ্জিতের পুত্র সৌমেন) – এই গুলো, যোগ্যতমের নয়, দলীয় বিবেচনায় করা হয়েছে এবং তা এক প্রকার দুর্নীতি । রাজনীতি হয়ে গেছে এখন হাজার হাজার টাকার ব্যবসা।

হ্যা, বলছিলাম> হত্যা কিংবা গুমের কথা …
সাগর-রুনির হত্যাকান্ডে রাষ্ট্র রাতের আধারে এক রাসপুটিনকে পালিয়ে যেতে দেওয়া হলো।
আওয়ামী লীগের সংসদ সদস্য শাওনের পিস্তলের গুলিতে খুন হয়েছিলেন আরেক আওয়ামী কর্মী … রাসপুটিনের কিছুই হয়নি।

http://www.youtube.com/watch?v=zKVyIrlkFn8&

বিএনপি-জোটকে এই মানবাধিকার নিশ্চিত করার রাজনীতিতে আসতে হবে নতুবা তাদেরও দরকার নেই — জনগন তার অধিকার নিজেই রক্ষা করতে পারবে …জনগনের কাছে রাজনীতি ফিরিয়ে দাও