নির্বাচন…নির্বাচন: নির্দলীয় সরকারের অধীন

বিডি০৮
Published : 20 May 2012, 05:58 PM
Updated : 20 May 2012, 05:58 PM

শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন নয়।
শেখ হাসিনার অধীনে কোন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।
তত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে এই সরকারের অ্যালার্জি আছে। নির্দলীয়, নিরপেক্ষ একটি অস্থায়ী সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। সেটি কোয়ালিশনও হতে পারে – রফিক-উল হক

শেখ হাসিনার ভাবখানা এমন যে উনি ভাজা মাছ উল্টিয়ে খেতে জানেন না।
আমরা একটি নিরপেক্ষ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন চাই। এই দাবী শুধু বিএনপি নয়, এটা সমগ্র দেশবাসীর দাবী – কিছু আওয়ামী ফ্যাসিস্ট বাদে।
সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা দিয়ে বিদায় নিতে বলা হচ্ছে। বিগত নির্বাচন – ফকু-মকুর নির্বাচন নিরপেক্ষ নয়। আমরা চাই, একটি সুস্থু ধারায় ক্ষমতার পালা-বদল। এবং জনগনের সরকার দেখতে চাই।