ইউনূস নিয়ে সমঝোতার খবর নাকচ অর্থমন্ত্রীর

বিডিনিউজ২৪
Published : 22 March 2011, 09:23 AM
Updated : 22 March 2011, 09:23 AM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুহাম্মদ ইউনূসকে নিয়ে প্রধানমন্ত্রীর সমঝোতার উদ্যোগের খবরটি উড়িয়ে দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মঙ্গলবার একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইউনূস বিষয়ে সমঝোতায় মুহিতকে প্রধান করে করে একটি কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ধরনের কিছু হয়নি।"

সমঝোতার উদ্যোগের বিষয়ে তিনি বলেন, "এ বিষয়ে আমি আগেই বলেছি। নতুন করে বলার কিছু নেই।"

যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেক তার সফরে ইউনূসকে অপসারণ নিয়ে সম্মানজনক সমঝোতার প্রত্যাশা ব্যক্ত করার পরপরই সংবাদপত্রে এ খবর ছাপা হয়।

প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনূস সমস্যার সুরাহা করতে অর্থমন্ত্রীকে প্রধান করে একটি কমিটি গঠন করে দিয়েছেন। ইউনূসকে গ্রামীণ ব্যাংকের কোন পদে রাখলে সম্মানজনক হবে, তা এই কমিটি নির্ধারণ করবে।

বেশি বয়সের কারণ দেখিয়ে গত ২ মার্চ নোবেলজয়ী ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণের আদেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক।

ওই আদেশের বিরুদ্ধে ইউনূস হাইকোর্টে রিট আবেদন করলেও তা নাকচ হয়।

প্রধান বিরোধী দল বিএনপি ইউনূসকে অপসারণের সরকারি পদক্ষেপের বিরোধিতা করে আসছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এলএন/এমআই/১৪১০ ঘ.