রোববার নয়, হুমায়ূনের মরদেহ আসছে সোমবার

বিডিনিউজ২৪
Published : 21 July 2012, 03:42 AM
Updated : 21 July 2012, 03:42 AM

লাবলু আনসার
নিউ ইয়র্ক থেকে

নিউ ইয়র্ক, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জননন্দিত কথাসাহিত্যক হুমায়ূন আহমেদের মরদেহ রোববার আসার কথা প্রথমে বলা হলেও এখন তা একদিন পিছিয়ে গেছে।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন শনিবার সকালে (বাংলাদেশ সময়) সাংবাদিকদের জানিয়েছেন, এমিরেটসের একটি ফ্লাইটে সোমবার সকালে লেখকের মরদেহ ঢাকায় পৌঁছবে।

জাতিসংঘে বাংলাদেশ মিশনের উপদেষ্টা হুমায়ূনের মরদেহ ও স্বজনদের ফেরার বিমান টিকিট সরকারের পক্ষ থেকে করা হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, "মরদেহসহ লেখকের ঘনিষ্ঠজনদের টিকিটের ব্যবস্থা করেছে বাংলাদেশ সরকার। নিউইয়র্ক সময় শনিবার রাত ১১ টা ২০ মিনিটে অ্যামিরেটসের ফ্লাইট (নম্বর ২০৩) হুমায়ূনের কফিন নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেবে।"

ওই বিমানে ফিরছেন হুমায়ূনের স্ত্রী মেহের আফরোজ শাওন, দুই শিশু সন্তান নিষাদ ও নিনীত, ভাই মুহম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রী ইয়াসমিন হক, শাশুড়ি তহুরা আলী, প্রকাশক মাজহারুল ইসলাম।

বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক হুমায়ূন ক্যান্সারে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার নিউ ইয়র্কের ম্যানহাটনের বেলভ্যু হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৬৪ বছর।

শুক্রবার জুমার নামাজের পর নিউ ইয়র্ক সিটির জ্যামাইকা মুসলিম সেন্টারে হুমায়ূনের প্রথম জানাজা হয়। প্রবাসের এই জানাজায় প্রায় ১০ হাজার শোকার্ত মানুষ অংশ নেয়। প্রবাসে কোনো বাঙালির জানাজায় এত মানুষ আগে দেখা যায়নি বলে প্রবাসী সাংবাদিক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

মসজিদের আশপাশের সব রাস্তায় বৃষ্টির মধ্যেই অনেকে জানাজার অংশ নেয়। সাংবাদিক মিজানুর রহমান বলেন, "বৃষ্টির মধ্যেও এত মানুষ আর কখনো কেউ দেখেননি। লেখকের প্রতি মানুষের ভালবাসা-মমত্ববোধের বহিঃপ্রকাশ এটি।"

জানাজা পড়ান জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম মির্জা আবু জাফর বেগ। ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের, কন্সাল জেনারেল সাব্বির আহমেদ চৌধুরী, লেখকের মামা ইব্রাহিম চৌধুরী, লেখকের প্রথম স্ত্রী গুলতেকিন আহমেদের ভগ্নিপতি জামাল আবেদীও ছিলেন জানাজায়।

হুমায়ূনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রবাসের লেখক-সাংবাদিক-সাহিত্যিক-পেশাজীবী নির্বিশেষে সর্বস্তরের মানুষ। শোক বিবৃতি দিয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন, ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের, উত্তর আমেরিকায় বাংলা ভাষার পত্রিকা ঠিকানার লেখক সাঈদ-উর রব, ভয়েস আব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার, একুশে পদকপ্রাপ্ত প্রবাসী শিক্ষাবিদ ড. মনসুর খান, মুক্তিযোদ্ধা লেখক হারুন চৌধুরী, খবর ডটকম সম্পাদক শিব্বির আহমেদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নূরনবী, তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারম্যান আকতার হোসেন বাদল, মুক্তধারার কর্ণধার বিশ্বজিৎ সাহা প্রমুখ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০৯১৫ ঘ.