ঢাকা মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলা

বিডিনিউজ২৪
Published : 25 July 2012, 11:12 AM
Updated : 25 July 2012, 11:12 AM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের ওপর শিক্ষানবিশ চিকিৎসকদের হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

বুধবার দুপুর ২টার দিকে মেডিকেলের জরুরি বিভাগের ফটকের কাছে এই হামলার সময় কয়েকটি টেলিভশন চ্যানেলের ক্যামেরা ভেঙে ফেলার চেষ্টা হয় বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।

ঘটনাস্থলে উপস্থিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর জ্যেষ্ঠ প্রতিবেদক আবু সুফিয়ান জানান, রিপন নামের এক রোগী চিকিৎসায় অবহেলার অভিযোগ আনায় সাংবাদিকরা দুপুরে খবর সংগ্রহ করতে ঢাকা মেডিকেলে যান।

এ সময় 'ইন্টার্ন' চিকিৎসক ও হাসপাতালের কর্মচারীরা মিলে সংবাদকর্মীদের ওপর হামলা চালায়। এতে দৈনিক আমাদের সময়ের প্রতিবেদক আলমগীর হোসেন ও সমকালের ফটো সাংবাদিক নয়নসহ বেশ কয়েকজন আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মুনীরুল ইসলাম বলেন, "আমরা বিষয়টি দেখছি।"

তবে হামলার সময় পুলিশ নিরব ভূমিকা পালক করে বলে অভিযোগ করেছেন ঘটনাস্থলে উপস্থিত কযেকজন সাংবাদিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসটি/এসডব্লিউ/জেকে/১৫৫৫ ঘ.