দেশের জন্য ইউনূসকে প্রয়োজন নেই: হানিফ

বিডিনিউজ২৪
Published : 31 March 2011, 01:17 PM
Updated : 31 March 2011, 01:17 PM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের জন্য ড. মুহাম্মদ ইউনূসের কোনো প্রয়োজন আছে বলে মনে করেন না আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

বৃহস্পতিবার রাজধানীর কাজী বশিরউদ্দিন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি অভিযোগ করেন, ড. ইউনূস 'পশ্চিমা ব্যবসায়ীদের' স্বার্থ রক্ষায় কাজ করছেন।

হানিফ বলেন, "ড. ইউনূসকে দেশের জন্য কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না।"

জাতিকে 'রক্তচোষা, সুদখোর ও ধর্মবিরোধী ব্যবসায়ীদের' বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ারও আহবান জানান এই আওয়ামী লীগ নেতা।

স্বাধীনতা দিবস উপলক্ষে যুবলীগ আয়োজিত এ আলোচনা সভায় হানিফ আরো বলেন, "বঙ্গবন্ধু বাঙালি জাতিকে বীরের জাতি হিসেবে পরিচিত করেছিলেন। কিন্তু ড. ইউনূস শুধু টাকার জন্য গোটা জাতিকে ভিক্ষুকের জাতি হিসেবে পরিচিত করেছেন। তিনি ৩০ লাখ শহীদকে অপমান করেছেন।"

কর ফাঁকির জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে ইউনূসের নোবেল ফেরত দেওয়া উচিত বলেও মন্তব্য করেন হানিফ।

জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসাবে মূল্যায়ন করতে মওদুদ আহমেদের দাবি প্রসঙ্গে তিনি বলেন, "জিয়াকে যদি স্বাধীনতার ঘোষকই বলতে চান; তাহলে ২৬ মার্চের পরিবর্তে ২৭ মার্চ স্বাধীনতা দিবস পালন করুন। তাহলে আমাদের কোনো আপত্তি থাকবে না।"

হানিফ আরো বলেন, "যে মওদুদ সাহেব বার বার দল বদল করে আর ডিগবাজি খায়, তার কাছ থেকে স্বাধীনতার কথা জাতি শুনতে চায় না।"

যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য হারুন-অর-রশিদের সভাপতিত্বে এ আলোচনা সভায় সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীসহ যুবলীগের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/জেকে/১৯২২ ঘ.

————————————————————
:: দৃষ্টি আকর্ষণ ::
সকল ব্লগার ও মন্তব্য দাতার কাছ থেকে মূলত বাংলায় মন্তব্য করার অনুরোধ করা যাচ্ছে
কারণ বাংলা ব্লগে বাংলায় মন্তব্য ব্লগারদের কাছে গ্রহণযোগ্য বেশি
মন্তব্য ঘরের নীচে ইউনিজয় /ফোনেটিক /প্রভাত ব্যবহার করে আপনি সহজেই বাংলা লিখতে পারবেন।