শাওন-মাজহারের বিরুদ্ধে হত্যা মামলা

বিডিনিউজ২৪
Published : 1 August 2012, 07:19 AM
Updated : 1 August 2012, 07:19 AM

চট্টগ্রাম, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী মেহের আফরোজ শাওন এবং অন্যপ্রকাশের সত্ত্বাধিকারী মাজহারুল ইসলামের বিরুদ্ধে চট্টগ্রামে একটি মামলা হয়েছে।

নজরুল ইসলাম নামে এক আইনজীবী বুধবার সকালে চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম নিজামুল হকের আদালতে মামলাটি দায়ের করেন।

বিচারক মামলাটি আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের চট্টগ্রাম অঞ্চলের সহকারী সুপারকে বিষযটি তদন্তের নির্দেশ দিয়েছেন।

বাদির আইনজীবী কামরুল ইসলাম সাজ্জাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলাটি করা হয়েছে ৩০২/১২০বি, ৩০৪ (ক), ৪০৬, ৪২০ ও ৩৪ ধারায়।

"এতে পরিকল্পিতভাবে অর্থ আত্মসাতের উদ্দেশ্যে পরস্পরের যোগসাজশে হত্যার অভিযোগ আনা হয়েছে", বলেন তিনি।

ক্যান্সারে আক্রান্ত হুমায়ূন আহমেদ গত ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বেলভ্যু হাসপাতালে মারা যান। মরদেহ দেশে আনার পর ২৪ জুলাই গাজীপুরে লেখকের নিজের হাতে গড়া নুহাশ পল্লীতে তাকে দাফন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএমআর/জেকে/১২৩৫ ঘ.