ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলাম ও হজরত মোহাম্মদকে (স.) ‘হেয় করে নির্মিত’ চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিমস’ এর জন্য বাংলাদেশে ইউটিউব বন্ধ করে দিয়েছে সরকার।
সোমবার সন্ধ্যা থেকে ইন্টারনেটে বিভিন্ন স্থান থেকে ইউটিউবে ঢোকা যাচ্ছিল না।
এই বিষয়ে জানতে যোগাযোগ করা হলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সিস্টেমস অ্যান্ড সার্ভিস বিভাগের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইউটিউব ব্লক করে দেয়া হয়েছে।
তবে রাতেও বিভিন্ন এলাকায় ইউটিউবে ঢোকার তথ্য জেনে বিটিআরসিতে টেলিফোন করা হলে ওই কর্মকর্তা বলেন, তারা কাজ শুরু করেছেন। কারিগরি জটিলতার কারণে সব স্থানে ব্লক হতে সময় লাগছে।
ইউটিউবে বিতর্কিত ওই চলচ্চিত্রের বিভিন্ন অংশ আপলোড করা ছিল, যে ছবি নিয়ে বিক্ষোভ-সহিংসতায় মধ্যপ্রাচ্যসহ কয়েকটি দেশে প্রাণহানির ঘটনাও ঘটে।
এদিকে বিতর্কিত ওই চলচ্চিত্রের ভিডিও ক্লিপ সরিয়ে নিতে ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগলকেও সরকারের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে।
রোববার এই চিঠি দেয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ।
তবে সোমবার বিকাল পর্যন্ত এ বিষয়ে গুগল কর্তৃপক্ষের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।
চিঠির উত্তর না দিলে বা ভিডিও ক্লিপটি সরিয়ে না নিলে গুগল বা ইউটিউব ব্লক করে দেওয়া হবে কি না জিজ্ঞেস করা হলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তখন বলেছিলেন, “পরবর্তী সিদ্ধান্ত সরকার নেবে। আমরা গুগলের উত্তরের অপেক্ষায় আছি।”
গত ২৩ জুন যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়া ‘ইনোসেন্স অব মুসলিমস’ নামের চলচ্চিত্রটি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে সম্প্রতি মধ্যপ্রাচ্যে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। লিবিয়া ও মিশরে ইসলামপন্থীরা যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা চালায়। রকেট হামলায় নিহত হন লিবিয়ায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনসসহ চার জন।
বাংলাদেশেও কয়েকটি ইসলামী সংগঠন বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের পতাকায় অগ্নিসংযোগ করে।
এই প্রেক্ষাপটে শনিবার বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ‘ইনোসেন্স অব মুসলিমস’ মুক্তি দেয়ার প্রতিবাদ জানানো হয়।
বিভিন্ন দেশে বিক্ষোভের মুখে ইতোমধ্যে ভারত, মিশর ও লিবিয়ায় ইউ টিউবে ধারণকারী ওই চলচ্চিত্রের অংশবিশেষ সরিয়ে ফেলা হয়েছে বলে গুগল জানিয়েছে।
এছাড়া আফগানিস্তানে ইউটিউব ওয়েবসাইটই ব্লক করে দিয়েছে সরকার। ইন্দোনেশিয়াও ভিডিওচিত্রটি সরিয়ে নেয়ার জন্য গুগলের প্রতি আহ্বান জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/০০১০ ঘ.
Rasel Ahmed বলেছেনঃ
[ইংরেজি ও রোমান হরফে লেখা মন্তব্য প্রকাশ করা হয় না। বাংলায় মন্তব্য করুন। নাম বাংলায় লিখুন : ব্লগ টিম]
স্বপন chowdhury বলেছেনঃ
[ইংরেজি ও রোমান হরফে লেখা মন্তব্য প্রকাশ করা হয় না। বাংলায় মন্তব্য করুন। নাম বাংলায় লিখুন : ব্লগ টিম]
bulbul বলেছেনঃ
অসংখ ধন্যবাদ ইউটিউব বন্ধ করার জন্য। আমি সাধারনত সরকারের অন্যায়ের সমলোচনা করে থাকি, কিন্তু বর্তমান সরকার ইউটিউব বন্ধ করে যেই কাজ করেছে তাতে শুধু আমি না তার জনম শত্রুকেও প্রশংসা করতে হবে। শেখ হাসিনা আপনাকে মহান আল্লাহ তালা এর জন্য অবশ্সই পুরুস্কৃত করবেন। আমিন
md zakir hussain বলেছেনঃ
[ইংরেজি ও রোমান হরফে লেখা মন্তব্য প্রকাশ করা হয় না। বাংলায় মন্তব্য করুন। নাম বাংলায় লিখুন : ব্লগ টিম]
জোবায়ের হোসেন বলেছেনঃ
জীবনে প্রথম শেখ হাসিনার প্রশংসা করতে যাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মহান আল্লাহ তায়ালা আপনার মঙ্গল করুক। যতদিন ইউটিউব থেকে ভিডিও সরানো না হবে ততদিন ইউটিউব বন্ধ করে রাখা হক। আর গুগল যদি তারপরেও ভিডিও ক্লিপ না সরায় তাহলে আমাদের সবার উচিত গুগল ত্যাগ করা।
নাসির আহমদ বলেছেনঃ
এই [মডারেটেড] ধরে আগুনে পুড়ালে একটু আরাম পাইতাম | কারন মানুসের মনে আঘাথ করে |
সাইফুল,জুনায়েদ & foysol বলেছেনঃ
অসংখ্য ধন্যবাদ সরকারকে এই রকম একটি প্রদক্ষেপ নেয়ার জন্য ।
এটা আমাদের নৈতিক দাযীত্য । আমরা চাই গুগল থেকে এটি অতি সত্তর সরিয়ে ফেলা হোক ।
মিদুল মইন বলেছেনঃ
আমি সরকার কে ধন্যবাদ জানাই যে তারা ইউটিউব বন্ধ করে মুসলিম ধর্ম ও মুসলমান দের সম্মন ও সার্থ রক্ষা করসে…
Shiplu বলেছেনঃ
[ইংরেজি ও রোমান হরফে লেখা মন্তব্য প্রকাশ করা হয় না। বাংলায় মন্তব্য করুন। নাম বাংলায় লিখুন : ব্লগ টিম]
Salam বলেছেনঃ
জনগণকে বুঝতে হবে আসলে কি উদ্দেশ্যে ইউটিউব বন্ধ করা হয়েছে । লিবিয়া মিসরের মত উগ্র মুসলিম দেশ হিসাবে বিশ্বে পরিচিত করানোর জন্য এটা করা হয়েছে । ধর্ম নিরপেক্ষ সরকারের উদ্দেশ্য যেন সাধারন মানুষ একটু বুঝার চেষ্টা করে।
আসিফ বলেছেনঃ
আমি সরকার কে ধন্যবাদ জানাই যে তারা ইউটিউব বন্ধছে। একজন মুসলিম হিসাবে এটা কাখনই গ্রহণযোগ্য না Bangla ব্লগ Site
jannatul naeem বলেছেনঃ
[ইংরেজি ও রোমান হরফে লেখা মন্তব্য প্রকাশ করা হয় না। বাংলায় মন্তব্য করুন। নাম বাংলায় লিখুন : ব্লগ টিম]
সামির প্রামাণিক বলেছেনঃ
প্রিয় পাঠক ,
Innocencee Of muslim নামে যে সিনেমা নির্মিত হয়েছে তা খুবই নাক্কার জনক,অসমীজিক কাজই শুধু নয় বিবেকহিন,মোস্টরিস্ক বিকৃত মানুষের পক্ষেই করা সম্বব ।
যারা এ ধরনের কাজ করতেপারে তাদের কে নিন্দা জানানোর ভাষা আমার জানা নাই।অনেক বার তারা ইসলাম কে অপদস্থ করার জন্য সমালোচিত ।
আমি অপকটে বলতে চাই,যেহেতু এ মন অপকীর্তি টাই প্রথম নই,তাই আমি অকজন সাধারণ মানুষ হিসাবে বলতে চাই হলিউড কমিটির চিফকে চিঠি ও আমেরিকান রাষ্ট্রডুকে ডেকে আর কঠোর সমালোচনা করা উচিত্।
সবার উদ্দেশে আমার বিনীত নিবেদন আজ YOU YUBE কিন্তু পড়ে গুগল বা অন্য কোন ইন্টারনেট বা চ্যানেল তখন ?????
প্রীতিকরের চেয়ে প্রতিষেদক অনেক মূল্যবান।বন্দ কোন সমাধান হতেপারে না।
ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন। ধন্যবাদ
এম এ মালেক,সিলেট থেকে বলেছেনঃ
ইউটিউব বন্ধ করা হয়েছে। ইসলাম আর মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া এক ইহুদি পরিচালকের হীন চলচ্চিত্র প্রদর্শন করার কারণেই বর্তমান সরকার ইউটিউব বন্ধ করেছে। অথচ সরকারের পক্ষ থেকে সঠিক নিয়মেই ইউটিউব কোম্পানীর কাছে ইউটিউবে প্রচারিত একটি ভিডিও ক্লিপ বন্ধ করার জন্য চিঠি দেয়া হয়েছিলো । কিন্তু তারা তাতে কর্ণপাত করেনি।এখন ওরা বুঝবে স্বাধীন রাষ্ট্রে এখন আর কেউ পরাধীনতার শৃংখলে আবদ্ধ নয়। ইউটিউব বন্ধের পক্ষে আমি অত্যান্ত আনন্দিত। যতদিন পর্যন্ত এ চলচ্চিত্র পূরোপূরি ভাবে বন্ধ না হয় ততোদিন যেনো আমাদের এ প্রিয় মাতৃভূমিতে বহমান ইন্টারনেটের ভেতরে এ চলচ্চিত্রটি প্রবেশ করতে না পারে।
salim বলেছেনঃ
এই প্রথম সরকারের পক্ষে প্রশংসা করতে হল। সরকারকে অসংখ্য ধন্যবাদ। এই রকম ইউটিউব আমাদের দরকার নেই যেখানে শত্রুরা আমাদেরকে হেয় করে চলচ্চিত্র নির্মান করবে আর তা আমাদেরদেশে গাধার মত কিছু লোক বসে দেখবে আর আমরা বসে থাকবো তা হয় না, এইটা আমাদের ঈমানী দায়ীত্ব তা প্রতিহত করা, এবং সরকার ও উচিত কাজ করেছে। সাথে সাথে
১-ইউটিউব থেকে ভিডিও সরানো হোক
২-ইউটিউব মালিকদের কঠিন শাস্তি দেওয়া হোক যাতে এই রকম ছবি প্রকাশ করতে সাহস না পায়
৩-ঐ শয়তানের শয়তানের ফাসির দাবি জানানো হোক
৪-ইউটিউবকে শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া পারে, না হয় অর্নিদিষ্ট কালের বন্দ করে দেয়া হোক
৫-গুগল যদি তারপরেও ভিডিও ক্লিপ না সরায়, গুগলকে ও বন্দ করে দেওয়া হোক এগুলো শয়তানের আড্ডা, এগুলো ছাড়া ও অনেক সাইট আছে যে গুলো দিয়ে কাজ করা যাবে।
”’ আমাদের সবার উচিত গুগল ত্যাগ করা”’
TOUFIQ বলেছেনঃ
আমি সরকার কে এই সিদ্ধান্তের জন্য সাদুবাধ জানাই ,
ইমন ভূইয়া বলেছেনঃ
সরকার একটা রাইট কাজ করছে । যত দিন পর্যন্ত na ভিডিও রিমুভ করা হবে সরকারের উচিত ইউটিউব বন্ধ রাখা । সে জন্য সরকার কে অনেক থ্যাংক্স .
Foysal Ahmed Ronyal বলেছেনঃ
[ইংরেজি ও রোমান হরফে লেখা মন্তব্য প্রকাশ করা হয় না। বাংলায় মন্তব্য করুন। নাম বাংলায় লিখুন : ব্লগ টিম]
arifuddin বলেছেনঃ
গুড
Md. Zahirul Islam বলেছেনঃ
[ইংরেজি ও রোমান হরফে লেখা মন্তব্য প্রকাশ করা হয় না। বাংলায় মন্তব্য করুন। নাম বাংলায় লিখুন : ব্লগ টিম]
rahaman বলেছেনঃ
আমি খুব খুশি হয়েকি ইউটিউব বন্ড করে দেয়াতে .
rubel বলেছেনঃ
ডিজিটাল বাংলাদেশ
মহম্মদ আব্দুল হাকিম বলেছেনঃ
অসংখ্য ধন্যবাদ সরকারকে এই রকম একটি পদক্ষেপ নেয়ার জন্য ।
এটা আমাদের নৈতিক দায়ীত্য । আমরা চাই গুগল থেকে এটি অতি সত্তর সরিয়ে ফেলা হোক।
Mosharof Hossain বলেছেনঃ
[ইংরেজি ও রোমান হরফে লেখা মন্তব্য প্রকাশ করা হয় না। বাংলায় মন্তব্য করুন। নাম বাংলায় লিখুন : ব্লগ টিম]
parvej বলেছেনঃ
আমি সরকার কে এই সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানাই
ইরফান বলেছেনঃ
দেশের বেশিরভাগ গণমানুষের প্রতি সম্মান জানিয়ে ইউটিউব বন্ধ করা্র সিদ্ধান্তকে ধন্যবাদ জানাই। সরকারের শুভ বুদ্ধির উদয় হল।
Faruk বলেছেনঃ
এই প্রথম সরকারের পক্ষে প্রশংসা করতে হল। সরকারকে অসংখ্য ধন্যবাদ। এই রকম ইউটিউব আমাদের দরকার নেই যেখানে শত্রুরা আমাদেরকে হেয় করে চলচ্চিত্র নির্মান করবে আর তা আমাদেরদেশে গাধার মত কিছু লোক বসে দেখবে আর আমরা বসে থাকবো তা হয় না, এইটা আমাদের ঈমানী দায়ীত্ব তা প্রতিহত করা, এবং সরকার ও উচিত কাজ করেছে। সাথে সাথে
১-ইউটিউব থেকে ভিডিও সরানো হোক
২-ইউটিউব মালিকদের কঠিন শাস্তি দেওয়া হোক যাতে এই রকম ছবি প্রকাশ করতে সাহস না পায়
৩-ঐ শয়তানের শয়তানের ফাসির দাবি জানানো হোক
৪-ইউটিউবকে শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া পারে, না হয় অর্নিদিষ্ট কালের বন্দ করে দেয়া হোক
৫-গুগল যদি তারপরেও ভিডিও ক্লিপ না সরায়, গুগলকে ও বন্দ করে দেওয়া হোক এগুলো শয়তানের আড্ডা, এগুলো ছাড়া ও অনেক সাইট আছে যে গুলো দিয়ে কাজ করা যাবে।
”’ আমাদের সবার উচিত গুগল ত্যাগ করা”’
Md. Jakir Hossain বলেছেনঃ
বর্তমান সরকারের আমলের সবচেয়ে ভাল এবং প্রসংশনীয় কাজ হয়েছে। ধণ্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী ও এ কাজের যারা সহায়তা করেছেন তাদেরকে।
Badiuzzaman বলেছেনঃ
আমি সরকার কে ধন্যবাদ জানাই যে তারা ইউটিউব বন্ধ করে মুসলিম ধর্ম ও মুসলমান দের সম্মন ও সার্থ রক্ষা করসে…
Rahman Arif বলেছেনঃ
এখনো You Tube ভিডিও দেখা যায়…।।
আতিক বলেছেনঃ
আমি বিএনপি করি কিন্তু সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। যেকোন ধম্রের বিরুদ্ধে মিথ্যা প্রচারনা বন্ধ করাই হোক আমাদের কাম্য।
AhsanHabib বলেছেনঃ
[ইংরেজি ও রোমান হরফে লেখা মন্তব্য প্রকাশ করা হয় না। বাংলায় মন্তব্য করুন। নাম বাংলায় লিখুন : ব্লগ টিম]
SK RIASAT বলেছেনঃ
মাথা ব্যাথা হলে মাথা কেটে ফেলা যেমন কোন সমাধান নয়। তেমনি youtube বন্ধ করাও কোন সমাধান হতে পারে না। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে মানুষ বিশেষত তরুণ প্রজন্ম Internet এর উপর অনেক বেশি নির্ভরশীল। Youtube শুধু Innocence of Muslims দেখার webside না পৃথিবীর কোটি কোটি মানুষের দৈনন্দিন বহু গুরুত্বপূর্ণ কাজ এর সাথে জড়িত সেটা এ দেশের সরকার বুঝুক বা না বুঝুক। তবে একথা মোটামুটি নিস্বন্দেহে বলা যায় অদূর ভবিষ্যতে এমন এক দিন আসবে যেদিন তথ্য প্রযুক্তির অবাধ প্রাপ্যতা তথা উন্মুক্ত Internet সেবা মানুষের মৌলিক অধিকারে অন্তর্ভূক্ত হবে। তবে ধর্মের নামে যেমন অন্যকে হেয় প্রতিপন্ন করে চলচ্চিত্র তৈরি করে মানুষকে আঘাত করা গর্হীত কাজ তেমনি তা নিয়ে আদীম উন্মত্ততা ধ্বংসলীলা চালানোও কম গর্হীত কাজ নয়। উন্মত্ত জনতাকে ঠাণ্ডা করার জন্য তাদের চোখে কালো কাপড় বেধে দেওয়া কোন সমাধান নয় । সরকারের উচি* ধর্মীয় উষ্কানীদাতাদের নিয়ন্ত্রণ করা আর যুক্তরাষ্ট্রকে দোষিদের শাস্তি নিশ্চিত করার জন্য অনুরোধ করা।
আমি দেখলাম অন্য কেউ দেখলে সে খারাপ হয়ে যাবে এই ধরণের সেকেলে মানসিকতা থেকে আমাদের সকলকে বের হতে হবে এটা সময়ের দাবী। জানি না এ ধরণের কু-বুদ্ধিগুলো সরকারকে কার দেয়। Internet এ কোন প্রকার বিধিনিষেধ আরোপ উচিত নয় প্রত্যেকের ভালো মন্দ বিচার তার নিজের কাছে। সরকারের যেন অচিরেই শুভ বুদ্ধির উদয় হয় এ ভাবে মানুষের জন্য ক্ষতিকর চিন্তা থেকে দূরে থাকেন।
হৃদয়ে বাংলাদেশ বলেছেনঃ
@Salam, সংখ্যাগরিষ্ট পাঠকের মন্তব্য যখন ইউটিউব বন্ধ করার জন্য সরকারের সাধুবাদে পুর্ণ তখন আপনার একটি একাকী ও প্র্যাগমেটিক মন্তব্যের জন্য ধন্যবাদ। বাংলাদেশকেও অসহিষ্ণু মুসলমানদের দেশ হিসেবে পরিচিত করা হোক তা আমরা চাইনা। এ প্রসঙ্গে আমি মামুন ম. আজিজের সুস্থির পোস্টটি এবং জহিরুল চৌধুরীর তথ্যবহুল পোস্টটির প্রতি সকলের দৃষ্টি আকর্ষন করছি।
সবাইকে ধন্যবাদ।
মাসুদ শুভ্র বলেছেনঃ
মুক্ত মত প্রকাশের অধিকারের অর্থ কারোর বিশ্বাস বা অনুভূতিকে আঘাত করা না। গত দু-তিন দশক ধরে ঠিক এ কাজটাই করা হচ্ছে অবলীলায়, বিভিন্ন দেশ বা কিছু গোষ্ঠী এতে মদদ দিয়ে যাচ্ছে। একইসাথে বুঝে বা নাবুঝে প্রতিবাদের ভাষা হিসেবে পশ্চিমা স্থাপনা, গাড়ি ভাংচুর করে যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে তাতে আমাদের ক্ষতির পাল্লায় ওজন বাড়ছে।
মানুষকে বোঝাতে হবে যে এমন প্রতিবাদ করুন যা আমাদের ক্ষতির কারণ হবেনা, আসুন সবাই মিলে পণ্য বর্জন, অবজ্ঞা করা, অনুষ্ঠান বর্জন এমন ভাষায় প্রতিবাদ জানাই।
আর আমাদের ধর্ম,বিশ্বাস, মতবাদ তুলে ধরি মানুষের সামনে।
আতাস্বপন বলেছেনঃ
যে খারাপ তা চিরকাল খারাপ। মন্দ কখনো ভালো হয় না। কয়লা ধুলে যায় না ময়লা। ইহুদীরা আমাদের জাত শত্রু। তাদের চক্রান্ত আমাদের ভাবমূর্তি নষ্টকরা।
এই চক্রান্তের ফসল ন্যাক্কার জনক চলচিত্রটি। ইউ টিউবে যেহেতু এটি ছড়িয়ে পড়েছে তাই এটি সাময়িক ভাবে বন্ধ করা হলে ঠিক হয়েছে। পাশা পাশি চলচিত্রটির যাবতিয় কপিগুলো ইউটিউব থেকে সরিয়ে নেয়ার ব্যবস্থা করা উচিত।
আর সরকারকে ধণ্যবাদ জানাই।
মরুর প্রান্তে বলেছেনঃ
আমি অবাক হয়ে যাচ্ছি যে ইউটিউব বন্ধ করে দেয়া হল কেন! এরপর গুগল ও যদি বন্ধ করে দেয়া হয় তখন কী পরিণতি হবে আমাদের?
ব্যাপারটা একটু বুঝার চেষ্টা করুন, কেউ একজন তার বেসমেণ্ট থেকে একটা নাককারজনক ভিডিও ইউটিউব এ আপলোড করে দিল আর আপনি এই সাইটটি বন্ধ করে দিলেন? আপনি তো এই পোস্টির এর বিরুদ্ধে রিপোর্ট করতে পারেন এবং সেই অপ্শন তো আছে সেখানে। যত বেশি লোক সেটি রিপোর্ট করবে ততই দ্রুত অ্যাক্শন নেবে ইউটিউব কতৃপক্ষ। এখন পর্যন্ত অন্য কোনও আরব দেশ এটি বন্ধ করে নাই কিন্তু আমাদের ডিজিটাল মরুভূমি বেগম সস্তা হাততালি নেবার জন্য এই ডিপার্টমেন্টের এসেই এই কাজটি করলেন।
মাহবুব বলেছেনঃ
সরকারের ইউটিউব বন্ধের সিদ্ধান্তে দেখা যাচ্ছে কিছু মুক্ত চিন্তার মানুষ হতাশ হয়েছেন! অনেকেই মাথা ব্যথা হলে মাথা না কাটার পরামর্শ দিয়েছেন! কিন্তু তাদেরকে একটা জিনিস বলতে চাই, কোনটা মাথা আর কোনটা টিউমার সেটা আপনাদেরকে বুঝতে হবে! টিউমার হলে সেটা সারা শরীরে ছড়িয়ে পড়ার আগেই সরিয়ে ফেলাটাই বুদ্ধিমানের কাজ! আর ইউটিউব যেখানে পৃথিবীর কোটি মানুষের প্রানের দাবীর প্রতি সম্মান দেখিয়ে এই সামান্য একটা নিম্নমানের ভিডিও সরিয়ে নিল না তখন ওদের সাইটের প্রচার বন্ধ করে ওদেরকে অপমানিত করার সিদ্ধান্ততা খুবই যুক্তি সঙ্গত। যারা ভাবছেন ইউটিউব বন্ধ হয়ে গেলেই আপনাদের ডিজিটাল জীবন শেষ হয়ে যাবে তারা হয়তো জানেনই না যে জাপান, রাশিয়ার মতো দেশ নিজেদের সার্চ ইঞ্জিন এবং সামাজিক নেটওয়ার্ক ব্যাবহার করছে! তাদেরকে গুগল ব্যাবহার করতে হয়না! তবে ঐ ভিডিও নিয়ে মন্তব্য করাটাও তার প্রচারণায় সাহায্য করা তাই এটা নিয়ে কথা বলাটাও বোকামি! 😀 😀
বিতর্ক লেখক বলেছেনঃ
[মন্তব্যের অশোভন অংশ মুছে দেয়া হল :ব্লগ টিম] মডু ভাই পায়ে ধরি মুইছেন না।
শাহ আবদালী বলেছেনঃ
ইউটিউব চিরকাল বন্ধ থাকুক।