ইব্রাহিম খালেদ অনুসন্ধান

বিডিনিউজ২৪
Published : 11 April 2011, 02:48 PM
Updated : 11 April 2011, 02:48 PM

হঠাৎ ফুলে ফেঁপে ওঠার পর চলতি বছরের শুরুতে পুঁজিবাজারে ধসের কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি গত ৭ এপ্রিল অর্থমন্ত্রীর কাছে প্রতিবেদন দিয়েছে। তিন শতাধিক পৃষ্ঠার এ প্রতিবেদন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতে এসেছে।

প্রতিবেদনে কয়েকজনের নাম এসেছে- অর্থমন্ত্রীর এমন বক্তব্যের পর দেশজুড়ে ব্যাপক জল্পনা-কল্পনা শুরু হয়। ক্ষমতাসীন ও বিরোধীদলসহ বিভিন্ন মহল থেকে শেয়ার বাজার 'কেলেঙ্কারির' সঙ্গে জড়িতদের নামসহ প্রতিবেদনটি প্রকাশ করার দাবি ওঠে। কিন্তু অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রোববার আবারো বলেন, প্রয়োজনে প্রতিবেদনটি আংশিক সম্পাদনা করে প্রকাশ করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জনস্বার্থে প্রতিবেদনটি প্রকাশ করছে।

বলে রাখা প্রয়োজন, প্রতিবেদনটির কিছু পৃষ্ঠা পাওয়া যায়নি। হাতে আসা মাত্র এসব পৃষ্ঠার অনুলিপি প্রকাশ করা হবে। – প্রধান সম্পাদক


তদন্ত প্রতিবেদন পড়তে ক্লিক করুন

পরিশিষ্ট পড়তে ক্লিক করুন

***মূল খবর***
**********************************************************
বাংলা ব্লগে বাংলায় মন্তব্য করুন।
**********************************************************