‘গণতন্ত্র রুখতেই খালেদা আলোচনা চান না’

বিডিনিউজ২৪
Published : 22 April 2011, 08:42 AM
Updated : 22 April 2011, 08:42 AM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠা না হয়- সে জন্যই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সংবিধান সংশোধন নিয়ে সংলাপে বসতে চাইছেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বলেন, "জিয়াউর রহমান মার্শাল ল' জারি করে ক্ষমতায় এসে সংবিধানকে ক্ষত-বিক্ষত করেছিলেন। এখন সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী সংবিধান সংশোধন করা হচ্ছে।"

সংবিধান সংশোধন নিয়ে আলোচনার আমন্ত্রণ জানিয়ে বুধবার এ সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির পক্ষ থেকে বিরোধী দলীয় নেতার কাছে চিঠি পাঠানো হয়। এতে রোববার সকাল ১১টায় বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে আলোচনার সময় দেওয়া হয়েছে। বিএনপি এ ব্যাপারে আনুষ্ঠানকি কোনো সিদ্ধান্ত না জানালেও বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, ওই চিঠি নিছকই 'আইওয়াশ'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১৪২৬ ঘ.