ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদত্যাগ করেছেন আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি শাহ আবু মো. নাঈম মোমিনূর রহমান। তাকে ডিঙিয়ে মো. মোজাম্মেল হোসেনকে প্রধান বিচারপতি নিয়োগ করার ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগপত্র জমা দিলেন তিনি।
বৃহস্পতিবার সকালে বিচারপতি মোমিনূর রহমান সুপ্রিম কোর্টের নিবন্ধকের কাছে পদত্যাগপত্র জমা দেন। এটি পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে।
মোমিনূর রহমান সুপ্রিম কোর্টে এলেও এদিন কোনো এজলাসে বসেননি। নিজের কক্ষেই ছিলেন তিনি। সকাল সাড়ে ১১টার দিকে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবীদের অন্যতম ব্যারিস্টার রফিক উল হক তার কক্ষে যান।
সেখান থেকে বেরিয়ে ব্যারিস্টার রফিক সাংবাদিকদের বলেন, “আত্মমর্যাদাসম্পন্ন কোনো ব্যক্তিই এ অবস্থায় থাকতে চাইবেন না।”
রাষ্ট্রপতি বুধবারই প্রধান বিচারপতি হিসেবে মোজাম্মেল হোসেনকে নিয়োগ দেন। বর্তমান প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক ১৭ মে অবসরে গেলে এ নিয়োগ কার্যকর হবে।
জ্যেষ্ঠতম বিচারপতি মোমিনুর রহমানকে ডিঙিয়ে প্রধান বিচারপতি পদে নিয়োগ পেয়েছিলেন খায়রুল হকও।
মোমিনূর রহমান নিয়োগ পেলে আগামী কয়েক মাসের মধ্যে অবসরে যেতেন তিনি। সেক্ষেত্রে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে তার নামই আগে থাকতো। তবে মোজাম্মেল হোসেনের অবসরের বয়স সীমা অনেক দেরিতে হওয়ায় এখন খায়রুল হকের নামই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আগে থাকবে।
মোমিনূর রহমান ১৯৯৬ সালে হাইকোর্ট বিভাগে বিচারক হিসেবে এবং ২০০৯ সালে আপিল বিভাগের বিচারক হিসেবে নিযুক্ত হন।
তিনি ১৯৬৫ সালে পদার্থ বিজ্ঞানে øাতক এবং ১৯৬৬ সালে একই বিষয়ে øাতকোত্তর ডিগ্রি নেন। ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে øাতক পাস করেন।
তিনি ১৯৭২ সালে তিনি ঢাকা জেলা আদালতে আইনজীবী হিসেবে যোগ দেন। এরপর ১৯৭৪ সালে হাইকোর্ট বিভাগে এবং ১৯৮০ সালে আপিল বিভাগের যোগ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিসি/এমআই/১২১২ ঘ.
Syed Ahmed বলেছেনঃ
বিচার বিভাগের উপর প্রশাসনিক হস্তক্ষেপ বন্ধ করা প্রয়োজন
md.morshed alam বলেছেনঃ
perfect decession.injustice in supreme court .where people ask fair judgement?
ওয়েব রুলার বলেছেনঃ
বর্তমান প্রধান বিচার পতির নিয়োগ যে রাজনৈতিক সেটা আরেকবার প্রমান হলো. মো. মোজাম্মেল হোসেন যে পদত্যাগ করেছেন তার জন্য অবস্যই তিনি ধন্যবাদ পাবেন. আমাদের দেশে বিচার বেবস্থা হচ্চে তোতা পাখির এর মত, যখন যার কাছে থাকে তখন তার কথা বলে .
সর্বোচ্চ আদালতে যখন এই অবস্থা তখন মানুষ নায় বিচার পাবে কিভাবে ? আবার এর বিরুদ্দে কথা বললে হয় আদালত অবমাননা. হাউ ফানি ?
Shawon বলেছেনঃ
Bangladesh boley kotha. Tao abar Digital Bibi’r Bangladesh. Sheik Mujib shoapno deke
Mujib koborey shapno dekhtase are Digital Bibi Actione kotase.
Manush kostey mathay hath are Digital Bibir Banchod Montrira ashe Bichar
Ashe Bichar Niey.
Mohummadullah বলেছেনঃ
So what
Nazrul বলেছেনঃ
Justice Abu Naim Md. Mominur Rahman had no other alternative.
Shame to Awami Leage !!!
Mojibur Rahman বলেছেনঃ
I like to ask a question to BNP men.
If President would appoint Mr.Shah Abu Md.Naim Mominur Rahman as a chief justice superseding other justice then what would be their comments ?
Ofcourse BNP kept silent as Mr.Momin is their man.
Why Mr.Momin was embarrased to give judgement of Sk.Mujib’s killing ?
BNP should change their attitude.
Md Jamal Hossain বলেছেনঃ
What is doing the ruling party? Why such injustice in the department of justice. What will be the fate of general people? Ruling party should remember that they will not lead the country for ever. They should stop open interfere on judgment. BL does such kind of activities to obtain unjustified verdict in their favor. They forgot election manifesto. They could not bring price of essential to the reach of people. They could not prevent the corruption. They only implemented mission of killing and took stern revenge. We request you the ruling party to select oldest justice Mr Momne as CJ.
rezaul karim বলেছেনঃ
very good decision. but is his relation with BNP?
Kollol বলেছেনঃ
We plan something for our benefit but Allah’s plan is different from our. Inshallah Allah will show His power & BAL will learn.
Saifullah বলেছেনঃ
Awami League cannot stay in power forever. Nobody can stay in power forever. Time will come and justice will be done, Insa-Allah.
hanif বলেছেনঃ
This is happening right now what happened in past. But has to be stopped immediately.
barakat বলেছেনঃ
this is absolutely right decision
Patriot.USA বলেছেনঃ
He should resign while he was hesitated to judge Bangabandhu murder. A boneless justice never judge impartial.
Mohammad Shahab Uddin বলেছেনঃ
Our lord ! Grant us good in this world and good in the life to come and keep us safe from the torment of the fire :Al-Quran(2:201)
Kuddus বলেছেনঃ
It was very good decision
BAL government appointed one who was their supporter!!!
Bashar বলেছেনঃ
পদত্যাগ করার সৎসাহসের জন্য ধন্যবাদ । আমাদের এই স্বভাব নাই, চরিত্রও নাই । কেবল আক্রে থাকতে চাই ।
manzu বলেছেনঃ
বড়ই অভাগা এ দেশ! হাঠু হারানোর ভয় আমাদের সবার। তাই হাটু গুটিয়ে আছি। আর অন্যরা দেশ ছাড়ায় ধন্দায় ব্যস্ত।
অনন্ত আমিন বলেছেনঃ
বিবেক আছে সেই বিবেকের কাছে আমরা
বন্দী ,এখন সব’চে কঠিন দায় এড়ানো,
আমরা যারা মানুষ তাদের বিবেকটাকে গড়তে হবে, নইলে সর্বোচ্চ আদালত কাঁদবে ।
আমিন আহমাদ বলেছেনঃ
আমাদের দেশে একটা নতুন ট্রেডিশন হল প্রধান বিচার পতি নিয়োগ নিয়া। তথা কথিত কিছু বিজ্ঞ আইনজীবি এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে ফায়দা লুটতে চায়। কিন্তু দেশর বেশীরভাগ শিক্ষিত মানুষ জানে এটা নিয়োগ হয়, দক্ষতার ভিত্তিতে, বয়স বা জৈষ্ঠতার ভিত্তিতে নয়। এটা বাধ্যবাধকতা না যে জৈষ্ঠতার ভিত্তিতে নিয়োগ দিতে হবে।কিন্তু কিছু আইনজীবি আছেন, যেমন ব্যারিস্টার রফিকুল হক (দুই ডালে পা রেখে চলনীতেতে যার ভিত্তি) তারা সাধারণ জনগণকে বোকা ভাবেন এবং উনাদের কারোও ৫০ বছর আবার কারোও ১০০ বছরের ইতিহাস বলে বেড়ান।তাই তরিগড়ি করে আজ আবার নাইমের চেম্বারেও এই ব্যাক্তিটি গিয়াছিল। এরা নিজেদেরকে গায়ে মানেনা আপনি মোড়ল ভাবে।
একটা কথা আদুভাইয়ের গল্প সবাই জানে। এখন একজন সত্যিকরা মেধাবীকে পরিক্ষায় প্রথম স্থান না দিয়া আদু ভাইকে জৈষ্ঠতার ভিত্তিতে দেয়া হলে কি অন্যরা মেনে নিবে ? নাইম সাহেব হলেন সেই আদু ভাই।
তাছাড়া আবু নাইম সাহেব আমাদের প্রধান বিরোধীদলের একজন উচ্চসারীর বিতর্কিত নেতা হান্নান শাহের ভাই। যার কারনে উনি বঙ্গবন্ধুর হত্যার মত সর্বজন ঘৃনীত একটা মামলায়ও বির্বত বোধ করলেন কিসের ভিত্তিতে ? বিতর্কিতরা প্রধান বিচারপতি হওয়ার যোগ্যতা রাখে কি ? এই ব্যাক্তি আশায় ছিল যদি প্রধান বিচার পতি হওয়া যায়, এবং নভেম্বরে তার অবসরে যাওয়ার কথা সে মতে যদি হয়, তাহলে প্রধান উপদেষ্টা হওয়ার খায়েশ পূর্ন হত। এখন গতকাল তত্ত্বাবধায়ক সরকার প্রধান একজন অবসরপ্রাপ্ত বিচারপতি হবেন না, অন্য কোন ব্যাক্তি হবেন তাও দ্বিধাদ্বন্দের মধ্যে আছে। এ অবস্থায় উনি আশা একেবারে ছেড়ে দিয়েছেন। তাই বিএনপিকে একটা ইস্যু দেয়ার কুটচাল থেকেই উনার এ পদত্যাগ। এটা আসলে পদত্যাগ নয়, একটা গভীর স্বরযন্ত্রের অংশ । আপনার তা আগামীতে অবশ্যই দেখতে পাবেন।
nurul বলেছেনঃ
আত্মসম্মানবোধ আছে বলেই তিনি (শাহ আবু নাইম) পদত্যাগ করেছেন।
Bari Monju বলেছেনঃ
Good decision.Time to say ,What to do.
leton বলেছেনঃ
Awami leage Govt corruption.this govt all department corruption.
Md.Arifur Rahman বলেছেনঃ
He should have resigned earlier when he was avoided for the first time. He could not be able to become a good judge as he was embarrassed to hear the historic Bangabandhu Murder Case. His fate was sealed then.
ওয়েব রুলার বলেছেনঃ
@Amin Ahmed : উনি যদি অযোগ্যই হবেন তাহলে বিচারপতি হলেন কেমনে?
আমিন আহমাদ বলেছেনঃ
@ ওয়েব রুলার আপনি নিশ্চয়ই বিএনপির আর একজন আইনজীবির কথা জানেন। যার সার্টিফিকেট জাল ছিল। সেই ফয়েজউদ্দিনও কিন্তু বিচারপতি ছিলেন !!! আর রাজনৈতিক উচ্চাভিলাশতো ছিলই।যা উনার বায়োডাটা থেকে জানতে পারেন, কখন উনি কোথায় নিয়োগ প্রাপ্ত হয়েছিলেন। আশাকরি উত্তর পেয়েছেন।
hamim বলেছেনঃ
He proved, he is not backbone less man. Right decision.
szaman বলেছেনঃ
Amader desher sorasto monti o artho monti ke unar kace sikka naoya uchit.
Mohammed Yasin বলেছেনঃ
Every where politics-nobody can accepted this.
Asiqur Rahman বলেছেনঃ
Appointed to chief Justice. Its deepen on Seniority, Honesty, Efficiently, etc. It is my opinion It must be appointment in political activity which is culture of BAL.
mahfuz বলেছেনঃ
Justice MOMIN has doe the right work. Awami luige will disappear from bangladesh very soon .
Md. Jahangir Alam বলেছেনঃ
Right decision.
szaman বলেছেনঃ
@amin ahmed, Amar mone hoi, apni o bangabondur moto sopno deken, Ta na hole ki kore bujlen je govir sorojontro.
Rafiq বলেছেনঃ
আমিন আহমাদ যে একজন আওয়ামী তালেবান এটাই প্রমান করে ছাড়লেন।
ehsan বলেছেনঃ
How Justice Mr.Shah Abu Md.Naim Mominur Rahman intend to chief justic? His is a Backbone less Man. He is a man of BNP.He is afraid & hesitated to judge Bangabandhu murder. Same this Man . A boneless justice never want to be Chief justice.
This is justice . Thanks Allah
Md Zaman বলেছেনঃ
What is called dinbadal? Is it din badal to superside seniors? Is it dinbadal to withdraw all BL supported criminal cases? Is it dinbadal to file false cases against opposition parties? Is it dinbadal to run the country advisers instead of MPs? Is it dinbadal to serve 144 in case of any protest of gov wrong decision?
Md.Moirul Islam বলেছেনঃ
Just stop it and salut the schlor son of the soil. hope our Govt understand the general peopls mentality. Save us allmighty!!!!
Takie বলেছেনঃ
Bapka Beta.
Md. Nafees Nazim বলেছেনঃ
Total number of opinion – 30
Total number of opinion in favour of Mr. Justice Shah Abu Nayeem Mominur Rahman: 6 (20%)
Total number of opinion against Mr. Justice Shah Abu Nayeem Mominur Rahman: 24(80%)
An individual may deliver true or false whatever he or she likes to deliver. But it’s only truth and truth comes out when it is delivered by the public as a whole. So therefore public as a whole are not shameless or backboneless while an individual may be or may not be.
kamal বলেছেনঃ
How Justice Mominur rahman was appointed that should be considered. Because during BNP regim they appointed a justice in high court whose certificate was face, his name was Fayez. So present government may be considered that aspects. I don nod for that.
showkat বলেছেনঃ
Awami League is trying to follow in the footsteps of BNP-Jamat. But the are forgetting one thing, Bnp-jamat strategy could not save them, how BAL9Bangladesh Awami League) is so sure that their strategy will help them win next election.
when BAL was taking power in 2008, it was known in every corner that, banks were holding 44000 crore excess liquidity; where the liquidity has gone.
one may think that, my writing is irrelevant to the point- no,sir. By humiliating and degrading a senior Justice, the ultimate result for BAL will be very counter productive.
The BAL govt. and its leaders has ruined the economy, share market is finished, they were behind mlm business, price of daily necessities have sky rocketed..to many failures to name..a silent famine is on…!
Remembering 1974 horrible, during the famine millions of people died..their leaders become billionaires. in 1986 they have plotted and helped Ershad to kill the democracy once and for all…in 1996 they again looted stock market…in 2010 they have broken all the previous records….Allah only knows what will happen if they come to power next time…
ishtiaque ahmed বলেছেনঃ
বিএনপি জেমোন কোরেছে বোরটোমান সোরকের টেমোনি কোরচে
Md. Minhazul Islam বলেছেনঃ
Any judge may embarrass. It is a tradition to ensure impartiality. In certain circumstances, a judge should embarrass. But that does not mean that he/she is not qualified to hold the post. There is no question in Supreme Court about Justice Naim’s qualification. He delivered lots of good judgments. Even during the last Caretaker Govt. Justice Naim provided a relief in favour of Hasina, which was not prayed. As he embarrassed in Bongabondu Murder Case, that is why, we r making comment abt him. There is no allegation of corruption or misuse of power against him. He is the brother of Hannan Shah, that is his offense. Justice Naim is not an ADU vi. He is more capable than Justice Mozammel. Please go through details of Justice Naim & Justice Mozammel’s Career. Then u people will get the answer.
Nayan বলেছেনঃ
I feel so happy coz everything is possible in my country
আমিন আহমাদ বলেছেনঃ
@ রফিক ভাই, আমি নই বরং আপনার মন্তব্যই প্রমান করে যে, আপনি সরাসরি বিএনপি-জামাত জোটের কট্রর সমর্থক। আমার লেখায় কোন আওয়ামী পনা ছিলনা। এটা প্রমানও করতে পারেবন না। আপনি কিভাবে এ গন্ধটা পেলেন, বঙ্গবন্ধুর রায়ের কথা বলায় ? এটাতে আপনার আপত্তি ও সন্ধেহ হতেই পারে, কারন আপনি যে নেত্রীর আদর্শে বলিয়ান সেই নেত্রীই তার অতীত ইসিহাস ভূলে একজন চ্যাম্পিয়ন অকৃতজ্ঞতার স্থান দখল করেছেন। এমনকি তিনি তার জন্ম তারিখও ভূলে গেছেন, তাই এ পর্যন্ত ০৪টি জন্মতারিখ তার নিজের সার্টিফিকেট ও পাসপোর্ট থেকে আবিস্কৃত হয়েছে। দয়া করে এভাবে ব্যাক্তিগত আক্রমন করে কেচোঁ খুরতে সাপ বের করবেন না। আমি সর্বদা সত্যের পক্ষে। কোন অন্যায়, মিথ্যা, কুটচাল, ভন্ডামী ও ধান্ধাবাজের পক্ষে নই। এটা সবার পক্ষে মেনে নেয়া খুবই কঠিন। আর আপনার প্রাণপ্রিয় নেত্রীই তো বলে ছিলেন যে, উনার ভাষায় নীরপেক্ষ বলে নাকি কেউ নেই, কেবল পাগল ও শিশু ছাড়া, তাই আপনি যদি নীরপেক্ষ হন তাহলে ঐ দুটির কোনটি ? কারন আমি নীরপেক্ষ নই, আমি সর্বদা সত্য ও ন্যায়ের পক্ষে। এটা সর্বদা একটু তেতো, এ তেতো সবার সহ্য হয়না।
আমিন আহমাদ বলেছেনঃ
দুঃখিত @ রফিক ভাই আর একটা কথা আপনাকে জানাতে ভূলে গেছি, সেটা হল সত্য ও ন্যায়ের সাথে সাথে আমি কট্রর ইসলাম পন্থী (যেমনটা কোরআন হাদীস দ্বার স্বিকৃত তেমটাই গ্রহন করার চেষ্টা করি, সব হয়ত পারিনা, তবে তথা কথিক ধর্ম ব্যবসায়ীদের সমর্থন করিনা) এবং অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্তের পক্ষে (কোন ভনিতা নয়, অন্তর থেকে) তাই হয়ত আমার লেখাগুলো কারোও বিপক্ষে গেলে যেতেও পারে, কারন আমি ভন্ড, প্রতারক, চাপাবাজ, মিথ্যাবাদী, চালবাজ, ধান্ধাবাজ, মানুষের সেন্টিমেন্টকে ব্যবহার করে অসৎ উদ্ধেশ্যে রাজনীতিবিদদের (যেমন ধর্ম ব্যাবসায়ী রাজনীতিবিদ ও পীর মহোদয় থেকে ১০০০…..মাইল দুরে থাকি) অন্তর থেকে ঘৃনা করি।আমাকে ক্ষমা করবেন।
Rafiq বলেছেনঃ
@ আমিন ভাইকে ধন্যবাদ,
আজোবদি কিন্তু আমরা আপনার কোন লেখায়, তথাকথিত কোন আওয়ামীলীগ নেতার কোন সমালোচনা পাই নাই। বর্তমান সরকারের কোন সমালোচনাও কিন্তু আপনার কোন লেখায় আমরা পাইনি, কাজেই কি করে ভাবতে পারি যে আপনী বর্তান সরকারের সাপোর্টার নয়?
আর বিচারক নিয়োগের ব্যাপারে আপনী যে মন্তব্য করেছেন সেটা একজন আওয়ামী সাপোর্টার হিসেবেই গন্য।
আপনী অবশ্যই আমার সাথে একমত হবেন যে, ( যদি সতিই সত্য কথা বলতে পছন্দ করেন) আমাদের দেশের বেশীর ভাগ চাকুরী ও চাকুরীর পদোন্নতি হয় ….. ১. রাজনৈতিক বিবেচনায় , ২. আত্নীয়তার জোড়ে ,৩. ঘুষের মাধ্যমে ৪. উর্ধতন কর্মকর্তাদেরকে খুশী করে ৪. সজনপ্রীতি ইতি ইত্যাদি কারণে ( সেটা যেকোন সরকারের আমলে) । এখানে মেধা ও যোগ্যতার যাচাই টা খুবই কম। অবশ্য প্রাইভেট সেক্টরের চিএ আলাদা। যার ফলেই কিন্তু আপনী ও আমার মত অনেককে প্রবাসে এসে মানুষের কাজ করতে হয়।
আর আমার নেত্রী? আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন এবং বি এন পি / জামাত যদি আবার ক্ষমতায় যায় , তখন আমার মন্তব্য জেনে বুঝে নিবেন আমি সত্যিকারে কাকে সাপোর্ট করি।
Rafiq বলেছেনঃ
@আমিন ভাই,
“” আমি কট্রর ইসলাম পন্থী (যেমনটা কোরআন হাদীস দ্বার স্বিকৃত তেমটাই গ্রহন করার চেষ্টা করি, সব হয়ত পারিনা, তবে তথা কথিক ধর্ম ব্যবসায়ীদের সমর্থন করিনা)”””
আপনী যেহেতু সিংগাপুর আছেন, তবে দয়া করে বলবেন কি………..
আপনী কি চান আমাদের দেশের নারীরাও এদের মত হোক?
আমাদের দেশের মেয়েরাও এ দেশের মত উলঙ্গ অবস্থায় চলা – ফেরা করুক ?
আপনী যেহেতু “কট্রর ইসলাম পন্থী” তবেকি অন্যদের কাছে ইসলামের দাওয়াত পৌছানো আপনার দায়িত্ব নয় (সেটা আপী যে পনথায়ই করূন না কেন) ?
ইসলাম কি শুধুই আমার / আপনার ইবাদতই সীমাবদ্ধ?
আপনী একজন “কট্রর ইসলাম পন্থী” হিসেবে দয়া করে একটা লিখা লিখবেন আপনার / আমার করণীয় সম্পর্কে অনুরোধ রইলো।
JAFRIN বলেছেনঃ
রফিক ভাই আমরা মনে করি আমিন ভাই সত্য কথা বলেছেন। বিচারকেরা যদি আইনের ক্ষমতা বলে বিব্রত বোধ করতে পারেন, তাহলে রাষ্ট্রপতি আইনের ক্ষমতা বলে যোগ্য লোক কে প্রধান বিচারপতি করতে পারেন।
রফিক ভাই আপনার লেখা পড়ে মনে হয় আপনি ইসলাম পন্থী না, আপিন আমিনী পন্থী। কারন আমাদের মা বোনেরা নারী নীতি বুঝে না আমরা ছেলেরা কবে কখন মেয়েদের কে সমান অধিকার দিয়েছি। আপনি সিংগাপুরের কথা বলেছেন আমার এই লেখা যদি আপিন পড়ে থাকেন তখন আপনার বাসার টিভিতে কোন চ্যানেল চলছে তা দয়া করে দেখে নিন অথবা আজকে সারাদিন কয়টা মেয়ের দিকে ইসলামের দৃষ্টিতে দেখেছেন।
আলী আকবর বলেছেনঃ
পদত্যাগী বিচারপতির, পদত্যাগের অনুভূতিকে সম্মান জানাই, কলুষিত রাজনীতির প্রতিবাদ হিসেবে। কিন্তু তিনি তাঁর পাওনা পেয়েছেন বলে, আমি সন্তুষ্ট। তিনি দূর্নীতিবাজ রাজনীতিকদেরকে, আইনের ফাঁক-ফোঁকর দিয়ে, ছেড়ে দিয়েছিলেন। তাই, এখন বুঝলেন, “তারা” কেমন…….। কথায় বলে না, ‘কুকুরের লেজ, ১২বছর সোজা করে বেঁধে রাখলেও, সোজা হয় না’।
আমিন আহমাদ বলেছেনঃ
@ রফিক সাহেব
আপনাকে ধন্যবাদ আপনার মতামতের জন্য।
আপনি বলেছেন যে, বিচারপতি নিয়োগের ব্যাপারে আমার মতামত একজন আওয়ামীলিগারের মত। আমি আগেই বলেছিলাম সত্য এবং সঠিক অনেকেরই ভাল লাগেনা, সেটাতো একটা পক্ষে যেতেই পারে।
যেমন আমি বলেছি, বিচারক নিয়োগের ক্ষেত্রে জোষ্ঠতা নয়, বরং বিচক্ষনতা, যোগ্যতা ও নীরপেক্ষতাকে বেশী গুরুত্ব দেয়া হয়। এখানে রাষ্ট্রপতি কারও নিকট দায়বদ্ধও নয়, তিনি যাকে খুশি তাকেই নিয়োগ দিতে পারেন, এখানে জোষ্ঠতা কোন বিষয় নয়, এটা শুধু মানবিকতা। তাই বাধ্যবাধকতা নয় যে, জোষ্ঠকেই বিচারপতি নিয়োগ দিতে হবে।
আর ট্রেডিশন কি এই প্রথম ? এর আগে কি জোষ্ঠতা লঙ্ঘন হয়নাই ? বিএনপি সহ পূর্বের সব সরকারের ইতিহাস একটু ঘেটে দেখুন বয়স বাড়ানো সহ বহু চাটুকারিতার আশ্রয় নেয়া হয়েছিল, সেদিন যে সব আইনজীবি একে স্বাগত জানিয়েছিল, ব্যাতিক্রম তারাই আজ চরম সমালোচনায় মগ্ন। আর যারা তা বিরোধীতা করেছিল তারা আজ স্বাগত জানাতে ব্যস্ত। আশা করি বুঝতে পারছেন।
কারন আমরা বাঙ্গালী জাতী অতি সহজেই সত্য ও বাস্তবতাকে প্রত্যাখ্যান করতে পারি বা করার যথেষ্ট সমৃদ্ধ ইতিহাস আছে। এর একটাই কারন আমাদের লজ্জাকে আমারা কবর দিয়েছি।
ফলে রাজনীতিবিদ সহ অনেক বিজ্ঞ ও তথাকথিক মাওলানা, সুশীল সমাজ আজকে যে কথা বলে কাল সেটা অনায়াসে অস্বীকার করে। কি চমৎকার আমাদের চরিত্র !!!
আমি কট্রর ইসলাম পন্থী, সেটার প্রমাণ আমি আপনাকে দিব কেন ? আমি কি, আমার মনে কি সেটাতো আমার মহান সৃষ্টিকর্তা আল্লাহ ভাল জানেন, আপনাকে জানানো বা লোকসমাজে তা ঢাক-ডোল পিটিয়ে জানাতে হবে, এমন দৃষ্টতা আমার নেই, কারন আমি ভন্ড-প্রতারক নই। আমি ধর্মকে ব্যবহার করে মানুষের সেন্টিমেন্টকে পুজি করে রাজনীতি করতে আসিনাই বা করিনা। এটা আমাদের ধর্মব্যবসায়ী রাজনীতিবিদদের বলবেন,উনারা আপনার প্রত্যাশা অবশ্যই পুরন করে দিবেন।
আর দাওয়াত মানে শুধু এই নয় যে, রাজনিতী করতে হবে, মসজিদে অস্র নিয়া বসে থাকা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য, এরপর পুলিশ মসজিদে ঢুকে পাকড়াও করলে ইসলাম গেল বলে হরতাল, আন্দোলন, ভাংচুর। ইসলামের কোথায় আছে একটু জানাবেন। আর মহানবীর (সাঃ) জীবনিকি তাই বলে ? উনার মসজিদে অস্র নিয়া মহড়া দিলে দোষ হয়না, উনাদের গ্রেফতার করতে গেলে পুলিশের দোষ হয় !!! উনারা পীরের ব্যবসার মাধ্যমে কোটি কোটি টাকার পাহাড় গড়ে তুললে কোন নাজায়েজ কাজ হয়না, কিন্তু এটা কেউ ধরিয়ে দিলে সে কাফের (তাদের ভাষায়) হয়ে যায়। ইসলামের কোথায় আমাদের ঐ তথাকথিত পীরদের পীরালি ব্যবসার অনুমোদন আছে ?
সিঙ্গাপুর কোন ধর্মীয় গোড়ামীর রাস্ট্র বা মুসলিম প্রধান রাষ্ট্র নয় যে, তারা বোরকা পড়ে চলবে। তবে হ্যাঁ এখানে যারা মুসলীম আপনাকে এসে দেখার আমন্ত্রন জানিয়েই বলছি, তারা বেশীর ভাগই (সবাই না) আমাদের তথাকথি মুসলীম দেশের নারীদের চেয়ে অনেক শালীনতা বজায় রেখে এই উলঙ্গপনা দেশে (আপনার ভাষায়) চলে। সেখানে আমার দেশের তথাকথিত আধুনিক মহিলারা হলে কি করতেন, তা যে সব মহিলারা আমাদের দেশ থেকে এদেশে এসে বাস করছেন, তাদের দেখলেই বুঝতে পারবেন। তার মানে আমি বলছিনা আমাদের দেশের মহিলারা খারাপ, যারা প্রকৃত ভাল তারা সব যায়গাতেই ভাল থাকেন বা থাকতে চেষ্টা করেন। শত হলেও আমরা উত্তারাধীকার সূত্রে মুসলমান। লক্ষ্যচুত হতেই পারে। কারন ইসলামকে কষ্ট করে অর্জন করেত হয়নাই। আর বিরুপ পরিবেশেও বাস করতে হয়না। যারা প্রতিকুল পরিবেশে বাস করে এবং নিজেদের ঠিক রেখে চলেন, তারাই বুঝেন ইসলামী জীবন কি।
Rafiq বলেছেনঃ
ধন্যবাদ আমিন ভাই,
আপনী আমাকে সিংগাপুর গিয়ে দেখতে বলেছেন? ১০ বছর আগে থেকেই হয়েছে সই দূর্ভাগ্য। যাক আমি আপনার কাছে যে বিষয়গুলি জানতে চেয়েছিলাম তার কিন্তু একটিরও উওর দেননি। বরং আপনী পূর্ববর্তী সরকার ও তার দোসরদের সমালোচনা করেছেন। এতে প্রমান করে যে, বর্তমান সরকার তার পূর্ববর্তী সরকারের কর্মকান্ডের প্রতিশোধ নিয়েছে এবং আপনী এজন্যই এটা সমর্থন করেন। তার মানে আপনী আওয়ামীলীগার!!!!!
আমি প্রশ্ন গুলি আবারও উত্থাপন করলাম……………..
আমাদের দেশের বেশীর ভাগ চাকুরী ও চাকুরীর পদোন্নতি হয় ….. ১. রাজনৈতিক বিবেচনায় , ২. আত্নীয়তার জোড়ে ,৩. ঘুষের মাধ্যমে ৪. উর্ধতন কর্মকর্তাদেরকে খুশী করে ৪. সজনপ্রীতি ইতি ইত্যাদি কারণে ( সেটা যেকোন সরকারের আমলে) । এখানে মেধা ও যোগ্যতার যাচাই টা খুবই কম। অবশ্য প্রাইভেট সেক্টরের চিএ আলাদা। যার ফলেই কিন্তু আপনী ও আমার মত অনেককে প্রবাসে এসে মানুষের কাজ করতে হয়।
আপনী যদি একমত থাকেন তবে এ ব্যাপারে বর্তমান সরকারের কিছু সমালোচনা করুন!!!!!!!!!
তবেই বুঝতে পারব আপনী কতটুকু সত্য কথা বলেন।
আর ইসলাম সম্পর্কে আমি রাজনীতির কথা বলেনি, আপনার কাছে আমার জানার ছিল যে,,,,,,,
ইসলাম কি শুধুই আমার / আপনার ইবাদতই সীমাবদ্ধ?
আপনী একজন “কট্রর ইসলাম পন্থী” হিসেবে দয়া করে একটা লিখা লিখবেন আপনার / আমার করণীয় সম্পর্কে অনুরোধ রইলো।
এখানে কিন্তু আমি আপনাকে বা আমি আমিনীকে সাপোর্ট করিনি বা করতে বলিনি। ইসলাম সম্বন্ধে আমার বেশী ধারনা নেই জানতে চেয়েছিলাম আসলে একজন “কট্রর ইসলাম পন্থীর করণীয় কি?” তার দায়িত্ব ও কর্তব্যগুলি কি আল্লাহ ও তার রাসুল (সাঃ) এর নির্দেশানুযায়ী।
আর আমাদের দেশের টিভির কথা বলছেন?
টিভি সম্পর্কে আপনার বক্তব্য কি? এটা কি ইসলামের ক্ষতি করেছে ? আপনার মতামত কি?
অপেক্ষায় রইলাম।
পরিশেষে ধন্যবাদ।