আরব আমিরাতে ২২০ বাংলাদেশি আটক

বিডিনিউজ২৪
Published : 15 May 2011, 04:28 PM
Updated : 15 May 2011, 04:28 PM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংযুক্ত আরব আমিরাতের মুসাফাহ শিল্প এলাকা থেকে বৈধ কাগজপত্র না থাকায় ২২০ বাংলাদেশি শ্রমিককে আটক করেছে পুলিশ।

গাল্ফ নিউজে রোববার এই খবর প্রকাশিত হলেও কবে ওই শ্রমিকদের আটক করা হয়েছে তা উল্লেখ করা হয়নি।

খবরে পুলিশের উদ্ধৃতি দিয়ে বলা হয়, শ্রমিকরা অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করছেন- এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

ইউএই'র আইন অনুযায়ী, অনুপ্রবেশ ও আবাসন আইন অমান্যকারীদের দুই মাসের সাজা এবং সেই সঙ্গে ১ লাখ দিরহাম জরিমানা দিতে হবে। শ্রম আইন ভাঙার দায়ে কোম্পানিগুলোর প্রত্যেকটিকে জরিমানা দিতে হবে ৫০ হাজার দিরহাম।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল নাসের বিন আল আওয়াদি আল মেনহালি বলেন, "শ্রমিকরা পালাতে চেয়েছিলেন। তবে ইউএই-এর আইনসিদ্ধ বৈধ পরিচয়পত্র না থাকার অভিযোগে আমাদের পুলিশ সদস্যরা তাদের আটকে সক্ষম হয়েছেন।"

তিনি জানান, অভিযানে ৩০০ জনের কাগজপত্র যাচাই করা হয়েছিলো, যাদের মধ্যে ২২০ জনের কাছে ভুয়া কাগজপত্র পাওয়া গেছে। যোগ করেন মেজর জেনারেল নাসের।

তিনি বলেন, অভিযান চালানো আবাসস্থলে স্বাস্থ্য ও নিরাপত্তার নিয়মনীতি অনুসরণ করা হচ্ছিলো না।

"তারা সেখানে গাদাগাদি করে থাকছিলেন। প্রচুর তেলাপোকা দেখা গেছে। ছড়ানো ছিটানো ছিলো ময়লা-আবর্জনা, যা বিভিন্ন ধরনের রোগ জীবাণু সংক্রমণের জন্য খুবই ঝুঁকিপূর্ণ।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/পিডি/১৭৫৪ ঘ.