নেত্রকোনায় গণকবরের সন্ধান লাভ

বিডিনিউজ২৪
Published : 29 May 2011, 02:58 PM
Updated : 29 May 2011, 02:58 PM

নেত্রকোনা, ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার পূর্বধলা উপজেলা সদরের রাজপাড়া গ্রামে একটি বাড়িতে গণকবরের সন্ধান পাওয়া গেছে।

রোববার আবদুল হামিদ তালুকদারের এই বাড়িতে মাটি খোঁড়ার সময় মাথার খুলি, হাড়, দাঁতের পাটি ও মাটির মূর্তি পাওয়া যায়।

আবদুল হামিদ তালুকদার সঙ্গে সঙ্গে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানায় জানান।

এলাকার লোকজনের বরাত দিয়ে ইউএনও মোজাম্মেল হক জানান, স্বাধীনতা যুদ্ধের সময় এখানে মুক্তিযুদ্ধের পক্ষের লোজজনকে এখানে এনে হত্যা করে মাটিচাপা দেয় রাজাকার আলবদর সদস্যরা।

উদ্ধার হওয়া কঙ্কালগুলো তাদের বলে ধারণা করা হচ্ছে। এগুলোর তালিকা তৈরি করা হচ্ছে। আরো খুড়াখুঁড়ির চলছে।

বিষয়টি যুদ্ধাপরাধ বিষয়ক আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালে জানানো হয়েছে বলে তিনি জানান।

এলাকাবাসীর বরাত দিয়ে ইউএনও আরো বলেন, ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধ শুরুর পর রাজাকার, আল-বদর, আল-শামস সদস্যদের সহযোগিতায় পাক সেনারা পূর্বধলার রাজপাড়া গ্রামের ডা. হেমচন্দ্র বাগচিসহ তার স্বজনদের আটক করে তাদের এই বাড়িটিতে আস্তানা গড়ে তোলে।

ডা. হেমচন্দ্র বাগচি, তার আত্মীয় হরিদাস সিংহ, গৃহকর্মী মেঘু সিংহসহ আটকদের হত্যা করে কবর দেয় তারা।

যুদ্ধের পর ডা. হেমচন্দ্র বাগচি'র আত্মীয়ের কাছ থেকে এলাকার আবদুল হামিদ তালুকদার বাড়িটি কিনে নেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৯ ঘ.